X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চবিতে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ জানুয়ারি ২০১৮, ১৫:০৯আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৫:১৩

চবিতে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনগুলোর ফোরাম প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্রলীগের হামলায় প্রগতিশীল ছাত্রজোটের দুই কর্মী আহত হয়েছেন। ছাত্রলীগ নেতাকর্মীরা প্রগতিশীল ছাত্রজোটের ব্যানার, ফেস্টুন ছিঁড়ে নিয়ে তা জ্বালিয়ে দেয় বলেও অভিযোগ উঠেছে।

আহতরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সাবেক আহ্বায়ক ফজলে রাব্বি এবং একই সংগঠনের সদস্য বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী রিজু লক্ষ্মী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বাম সংগঠনের নেতারা দুপুর ১টার দিকে চাকসু ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয় শহীদ মিনার এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান করা ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতাকর্মীরা বাম সংগঠনের নেতাকর্মীদের মারধর করে। এতে প্রগতিশীল ছাত্রজোটের দুই নেতাকর্মী আহত হয়েছেন। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রগতিশীল ছাত্রজোটের ব্যানার, ফেস্টুন ছিঁড়ে নিয়ে তা জ্বালিয়ে দেয়। প্রগতিশীল ছাত্রজোটের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে জ্বালিয়ে দেয় ছাত্রলীগকর্মীরা

এ সর্ম্পকে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি হাসান কামরুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা চাকসু ভবন থেকে মিছিল নিয়ে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলাম। মিছিলটি শহীদ মিনার এলাকায় পৌঁছালে ছাত্রলীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্র-শস্ত্র হাতে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে। গুরুতর আহত দুইজনকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে।’

বিষয়টি অস্বীকার করে ঘটনাস্থলে উপস্থিত থাকা ছাত্রলীগ নেতা সাইফুল করিম জুয়েল বলেন, ‘আমি এবং আমার সহপাঠী ফারুক, রিসাত, জিমেলসহ আরও কয়েকজন বসে শহীদ মিনার আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ বাম সংগঠনের একটি মিছিল থেকে ছাত্রলীগ সম্পর্কে বাজে স্লোগান দিচ্ছিল। তখন আমরা গিয়ে তাদের তা বন্ধ করতে বলি। কিন্তু তারা তা বন্ধ না করে আমাদের সঙ্গে বির্তকে জড়ায়। এক পর্যায়ে তাদের কয়েকজন আমাদের ওপর চড়াও হলে আমরা তাদের ধাওয়া দেই।’

আরও পড়ুন- ছাত্রলীগের হামলায় সিলেটে ছাত্রফ্রন্টের ১০ নেতাকর্মী আহত

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা