X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নামফলকে নিজের নাম খোদাই করে রাখার পক্ষে নই: কৃষিমন্ত্রী

শেরপুর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫৩

বক্তব্য রাখছেন মতিয়া চৌধুরী (ছবি- প্রতিনিধি)

মানুষের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা রেখেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, ‘নামফলকে নিজের নাম খোদাই করে রাখার পক্ষে আমি নই। আমার প্রতি ভালোবাসা থাকলে মানুষ তা নিজ নিজ হৃদয়েই ধারণ করবেন।’

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নিজপাড়া গ্রামে বেগম রওশন-ডা. আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনের সময়ে তিনি একথা বলেন।

নিজ এলাকার মানুষের উদ্দেশে মতিয়া চৌধুরী বলেন, ‘কোনও কাজ না দেখেই ১৯৯১ সালে এ এলাকার মানুষ আমাকে বিশ্বাস করেছিলেন। সে বিশ্বাসের মর্যাদাও আমি রেখেছি। আমি জানি, যেভাবে খালি হাতে পৃথিবীতে এসেছি সেভাবেই খালি হাতেই একদিন চলে যাবো।’

জঙ্গিদের ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘জঙ্গিরা এখন হাত-মুখ ঢেকে বিভিন্নভাবে তাদের তৎপরতা চালাচ্ছে। তারা বুকে সুইসাইড ভেস্ট পরে নিজের জীবন বিনাশ করে ইসলাম কায়েম করতে চায়। ইসলাম বলছে, মানুষ হত্যা মহাপাপ, আত্মহত্যাও। অথচ জঙ্গিরা মানুষ হত্যা করছে, আবার নিজেরা আত্মহত্যা করছে।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, ‘১৯৯১ সালেও যদি শেখ হাসিনা ক্ষমতাসীন হতেন, তবে দেশের চেহারা আরও পাল্টে যেতো আজ। তারপরও আজ দেশে বিদ্যুতের অভাব নেই, তেলের অভাব নেই, গ্যাসের অভাব নেই। আমরা যে বলি, গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে, একথা বলার সাহস পাই কোথা থেকে? শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই।’

এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন– প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল, পরিচালক (প্রশাসন) সাবের হোসেন, জেলা প্রশাসক (ডিসি) ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান গণি, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক প্রমুখ।

অনুষ্ঠানে নব-নির্মিত বিদ্যালয়ের ১৩৫ জন শিক্ষার্থীর হাতে বিদ্যালয়ের জমিদাতা বিএফইউজে-এর সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের পরিবারের পক্ষ থেকে স্কুলব্যাগ, ফুটবল ও আরও নানান উপহার তুলে দেন অতিথিরা।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…