X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘আন্দোলনে ব্যর্থ হয়েই আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি’

পাবনা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৫

পাবনায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েই আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বিএনপি আইন মানে না, আইনের শাসনও মানতে চায় না। আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই সরকার দলীয় মন্ত্রীর ছেলে, মেয়র ও ছাত্রলীগ নেতাকর্মীদের কারাগারে যেতে হয়েছে। আদালতে সরকারের কোনও প্রকার হস্তক্ষেপ নেই।’

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা পুলিশ লাইন মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী আরও বলেন, ‘বাংলার মানুষ কখনই বিএনপির আন্দোলনে সাড়া দেয়নি, ভবিষ্যতেও দেবে না। বিএনপির আন্দোলনের মরা গাঙে আর জোয়ার আসবে না। তাদের আন্দোলন এখন খালেদা জিয়ার ভ্যানিটি ব্যাগে।’

তিনি আরও বলেন, ‘বিএনপিতে কয়েকজন প্যাথলজিক্যাল লায়ার আছেন, যাদের কাজ বসে বসে মিথ্যাচার করা। এসব কারণে বিএনপির ধানের শীষ এখন মানুষের কাছে পেটের বিষ হয়ে দাঁড়িয়েছে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের আরও বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ, আওয়ামী লীগ ও মানুষকে ভালোবাসেন, সৎ রাজনীতি করেন। মানুষের ভালোবাসার চাইতে বড় কিছু নেই। চিহ্নিত মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীরা আওয়ামী লীগের সদস্য হতে পারবে না।’

আসন্ন সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের বিরুদ্ধে কেউ বিদ্রোহ করলে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।’

জেলা আওয়ামী লীগ সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সভাপতিত্বে ও পাবনা-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা-২ আসনের সংসদ সদস্য আজিজুর রহমান আরজু, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনসহ নেতৃবৃন্দ কর্মিসভায় বক্তব্য দেন।

/বিএল/এমওএফ
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ মধ্যরাত থেকে আগামী ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ
আজ মধ্যরাত থেকে আগামী ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ
জম্মু ও কাশ্মীরে জোড়া হামলা, নিহত ১, দম্পতি আহত
জম্মু ও কাশ্মীরে জোড়া হামলা, নিহত ১, দম্পতি আহত
মিরপুরে অটোরিকশা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ
মিরপুরে অটোরিকশা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ
১১ বছর পর এভারেস্ট ছুঁলেন আরেক বাংলাদেশি
১১ বছর পর এভারেস্ট ছুঁলেন আরেক বাংলাদেশি
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক