X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মোবাইল ফোনে গণিতের উত্তরসহ প্রশ্নপত্র, মুলাদীতে কলেজছাত্র আটক

বরিশাল প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৫০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৫৫

মোবাইল ফোনে গণিতের উত্তরসহ প্রশ্নপত্র, মুলাদীতে কলেজছাত্র আটক বরিশালের মুলাদী উপজেলায় মোবাইল ফোনে এসএসসি পরীক্ষার গণিতের উত্তরসহ প্রশ্নপত্র পাওয়ার অভিযোগে ওহেদুল ইসলাম ইমন নামের এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ইমনকে আটক করা হয়।

আটক ইমন সফিপুর গ্রামের ফজলুর রহমান মুন্সীর ছেলে ও হাজী সৈয়দ বদরুল হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্র। পুলিশ জানায়, শনিবার সকাল ৯টা ৪১ মিনিটে ইমনের মোবাইল ফোনে ম্যাসেঞ্জারের মাধ্যমে উত্তরসহ গণিতের প্রশ্নপত্র আসে। এরপর সে তার স্বজন ও বন্ধু-বান্ধবদের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে।

পরীক্ষা কেন্দ্রের সামনে গতিবিধি সন্দেহ হলে ইমনকে আটক করে পুলিশ।  মোবাইল ফোনে উত্তরসহ গণিতের প্রশ্নপত্র দেখতে পেয়ে তাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, গণিতের প্রশ্নপত্রের সঙ্গে ইমনের মোবাইল ফোনের উত্তরসহ প্রশ্নপত্রের মিল থাকায় তাকে আটক করা হয়।

এছাড়া, উপজেলার মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এক গৃহবধূর কাছে থাকা মোবাইল ফোনে ইউনুছ নামের এক ব্যক্তির ম্যাসেঞ্জার থেকে গণিতের প্রশ্নপত্র আসায় ওই মোবাইল ফোনটি জব্দ করে তিনি ইউনুছ নামের ওই ব্যক্তিকে হাজির করার নির্দেশ দেন।

এ ঘটনায় সফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সচিব মো. মেহেদী হাসান বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানান ওসি।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা