X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

২০১৬ সালের প্রশ্নে একঘণ্টা পরীক্ষা!

বরিশাল প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৫৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ০০:০০

বরিশাল

বরিশালের আগৈলঝাড়া উপজেলার একটি কেন্দ্রে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার গণিত বিষয়ে ২০১৬ সালের প্রশ্নপত্রে ৮১ জন শিক্ষার্থীর একঘণ্টা পরীক্ষা নেওয়া হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগ, কেন্দ্র সচিব ও হল সুপারের অবহেলায় এ ঘটনা ঘটেছে।

পরীক্ষার্থীরা জানান, তাদের ২০১৬ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। একঘণ্টা পর ভুলের ব্যাপারটা ধরা পড়লে প্রশ্নপত্র ফেরত নেওয়া হয়। পাশাপাশি নতুন প্রশ্নপত্র দেওয়া হয়। ব্যয় হওয়া সময় পুষিয়ে দিতে একঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়।

কেন্দ্র সচিব ও শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি  জানান, আজ (শনিবার) ওই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩৮৩ জন। এর মধ্যে ৮১ জনকে পুরনো প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছিল। পরে পাশের ভেগাই হালদার পাবলিক একাডেমি ও গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নপত্র ফটোকপি করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশ্রাফ আহম্মেদ রাসেল প্রথমে পুরনো প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যাপারটা স্বীকার করেনি। তবে পরে প্রমাণ হাজির করলে তিনি তা স্বীকার করেন এবং বলেন, ‘বিষয়টি অনিচ্ছাকৃত ছিল। ব্যয় হওয়া সময় পুষিয়ে দিতে একঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়।’ দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও হল সুপারসহ অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে সুপারিশ করবেন বলেও জানান তিনি।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা