X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

খালি মাঠে গোল দিতে চায় না আ.লীগ: নাসিম

রাজশাহী প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৮

বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম (ছবি- প্রতিনিধি)

এ বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘ডিসেম্বরে ফাইনাল খেলা হবে। আমরা নৌকা নিয়ে মাঠে থাকবো। খালেদা জিয়ার দল যেন মাঠ থেকে পালিয়ে না যায়। আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না। এবার আমরা খেলে গোল দিতে চাই।’

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী সাহেববাজার বড় মসজিদ চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোট দেশে ৫০০ স্কুল পুড়িয়েছে। ওই সময় তারা অসংখ্য বাসও পুড়িয়েছে। এর প্রতিদান তারা পেয়েছে। তারা বলেছিল, এই সরকার একদিনও ক্ষমতায় থাকতে পারবে না। তাদের এমন মন্তব্যের পর বর্তমান সরকার পাঁচ বছর ক্ষমতায় আছে।’

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তাদের দিন শেষ হয়ে গেছে। আগামীতে তাদের বাটি চালান দিয়েও খোঁজে পাওয়া যাবে না।’

রাজশাহীর মানুষকে বিগত সিটি করপোরেশন নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘নেতৃত্ব ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এটা আপনার বুঝতে পেরেছেন। একবার ভুল করলে সান্ত্বনা পাওয়া যায়। বারবার ভুল করলে সান্ত্বনা পাওয়ারও কিছু থাকে না।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘জনগণের কাছে যান, নৌকার পক্ষে ভোট চান। আগামী নির্বাচন হবে শেখ হাসিনার নেতৃত্বে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা রাজশাহীর উন্নয়নে নানা উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করেছেন। রাজশাহীর মানুষ যা চেয়েছে, তাই দিয়েছেন। আগামী নির্বাচনে নৌকাকে ভোট দিতে হবে রাজশাহীবাসীকে।’

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন– আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চলনা করেন– মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

এই সমাবেশের আগে রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ নাসিম বলেন, ‘একটি দেশের উন্নয়নে দক্ষ ও গতিশীল নেতৃত্বের কোনও বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান বাংলাদেশ বিশ্বে একটি সুপরিচিতি নাম। বর্তমান সরকারের দক্ষ ও সুযোগ্য নেতৃত্বে অন্ধকার বাংলাদেশ আলোর বাংলাদেশে পরিণত হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। জনগণ তথ্যপ্রযুক্তির সুফল ভোগ করতে পারছে।’ তিনি আরও বলেন, ‘কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন জনগণের জীবনমানের আমূল পরিবর্তন করেছে।’

মন্ত্রী বলেন, ‘যেকোনও দেশের উন্নয়নে সাহসী নেতৃত্ব ও প্রয়োজনীয় সময় দরকার। দেশের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্নকে বাস্তবায়িত করতে নিরলস কাজ করে যাচ্ছেন।’

রাজশাহী জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য বেগম আখতার জাহান, বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, উপ-পুলিশ কমিশনার আমীর জাফর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ মহা. হবিবুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়