X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধা-১ উপনির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন ৫ প্রার্থী

গাইবান্ধা প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৬

মনোনয়নপত্র জমা দিচ্ছেন আওয়ামী লীগের আফরোজা বারী (ছবি- প্রতিনিধি)

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) সংসদীয় আসনে উপনির্বাচন হবে আগামী ১৩ মার্চ। তফসিল অনুযায়ী আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন বেলা ৩টা পর্যন্ত জেলা ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা ও উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, আজ (বুধবার) দুপুর ১২টা থেকে বেলা ৩টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এ সময় প্রত্যেক প্রার্থীর সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ছিলেন।

মনোনয়নপত্র জমাকারী পাঁচ প্রার্থী হলেন–আওয়ামী লীগের আফরোজা বারী (প্রয়াত সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের বড় বোন), জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গণফ্রন্টের শরিফুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খাঁন ও স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব মাসুদ।

মনোনয়নপত্র জমা দিচ্ছেন এনপিপির প্রার্থী জিয়া জামান খাঁন (ছবি- প্রতিনিধি)

জেলা নির্বাচন অফিসার মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ওই পাঁচ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে এনপিপির জিয়া জামান খাঁন ছাড়া বাকিরা সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন।’

মনোনয়নপত্র জমা দিয়ে আওয়ামী লীগের প্রার্থী আফরোজা বারী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আবারও এ আসনে আওয়ামী লীগের জয় হবে। সুন্দরগঞ্জের মানুষ নৌকাতেই ভোট দিবেন। এবারও বিপুল ভোটে আমরা জয়ী হবো। নির্বাচিত হয়ে সুন্দরগঞ্জের সার্বিক উন্নয়ন ও দলকে সুসংগঠিত করতে কাজ করবো।’

মনোনয়নপত্র জমা দিচ্ছেন জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (ছবি- প্রতিনিধি)

জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পটোয়ারী বলেন, ‘গেল উপনির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয় পার্টির জয় হবে। এমপি নির্বাচিত হলে সুন্দরগঞ্জের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করবো।’

এনপিপি প্রার্থী জিয়া জামান খাঁন বলেন, ‘এমপি নির্বাচিত হয়ে আমি সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত-শিবিরসহ সন্ত্রাসী-জঙ্গিদের তৎপরতা নির্মূল করবো।’

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১৩ মার্চ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সুন্দরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৫ ইউনিয়নের ভোটার ১০৯টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা