X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১৫

হবিগঞ্জ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৪

  হবিগঞ্জ

হবিগঞ্জের বাহুবলে সরকারি জমি দখল নিয়ে পুলিশের সঙ্গে গ্রামবাসীর দফায় দাফায় সংঘর্ষে গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় দুই জনকে সিলেট ও অন্যদের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি  গ্রামবাসী সরকারি একটি পতিত জমিতে গরু চড়াতো। বুধবার সকালে গ্রামবাসী সরকারি ওই জায়গায় ঘর নির্মাণ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এনিয়ে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ২ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, চার জনকে বাহুবল এবং দুই জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, গ্রামবাসী সরকারি জায়গায় ঘর তৈরি করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের ওপর গ্রামবাসী আক্রমণ করতে চাইলে পুলিশ আত্মরক্ষার্থে শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে। এ সময় কয়েকজন আহত হওয়ার কথা শুনেছি। গ্রামবাসীর নিক্ষিপ্ত ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্য আহত হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির জানান, স্থানীয় একটি কোম্পানি সরকারি জায়গা লিজ নিলে, গ্রামবাসী বাধা দেয়। বুধবার গ্রামবাসী সরকারি জায়গায় ঘর তৈরি করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এসময় পুলিশের গুলিতে বেশ কয়েক জন আহত হয়েছে।

স্থানীয় গ্রামবাসী অলিউর রহমান জানান, গ্রামবাসীর দীর্ঘদিনের ব্যবহৃত জায়গা আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও প্রশাসন একটি কোম্পানিকে লিজ দেওয়ায় গ্রামবাসী বাধা দেয়। এ সময় পুলিশ গ্রামবাসীর ওপর গুলি ছুড়লে অন্তত ১৫ জন আহত হয়েছে।

তিনি আরও জানান, গ্রামবাসী ঘটনাস্থলে অবস্থান করছে।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন জানান, সরকারি জায়গায় গ্রামবাসী স্থাপনা তৈরি করতে গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এসময় গ্রামবাসী পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আরও পড়ুন: ময়মনসিংহ পাসপোর্ট অফিস থেকে দুই রোহিঙ্গা আটক


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক