X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কুমিল্লার স্বর্ণ ব্যবসায়ীর লাশ নোয়াখালীতে উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪০

আটক যুবলীগ নেতা ছায়েদুল হক (বামে) ও নিহত ব্যবসায়ী নিতাই দেবনাথ (ডানে) কুমিল্লার লাকসামে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী নিতাই দেবনাথের (৩৫) বস্তাবন্দি লাশ ৭ দিন পর নোয়াখালীর চাটখিল থেকে উদ্ধার করা হয়েছে।  বুধবার (১৪ ফেব্রুয়ারি) চাটখিলের খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ এ খবর নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এক যুবলীগ নেতাসহ ৫ জনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাটখিল থেকে লাশ উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।’

এলাকাবাসী জানিয়েছেন, আটক যুবলীগ নেতা ছায়েদুল হক জুয়েল লাকসাম পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। তিনি ফতেপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, ৭ ফেব্রুয়ারি বিকালে লাকসাম পৌর শহরের ভাড়া বাসা থেকে মনোহরগঞ্জ উপজেলার আশিরপাড় বাজারে নিজ প্রতিষ্ঠানে যাওয়ার পথে নিখোঁজ হন স্বর্ণ ব্যবসায়ী নিতাই দেবনাথ। এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি রাতে ওই স্বর্ণ ব্যবসায়ীর ভাই গৌরাঙ্গ দেবনাথ লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ নিতাই দেবনাথ জেলার দেবিদ্বার উপজেলার সাইতলা গ্রামের নারায়ন দেবনাথের ছেলে। তিনি লাকসাম পৌর শহরের সোহাগ মৎস্য খামারের ভেতরে কাজী আবদুর রশিদের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। এলাকাবাসী জানিয়েছেন, নিতাই দেবনাথ লাকসাম উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।

লাকসামা থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘জিডির সূত্র ধরে এবং এই এঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে লাকসাম পৌর শহরের ফতেপুর এলাকা থেতে লেপ-তোষক দোকানের কর্মচারী বিল্লাল হোসেনকে আটক করা হয়। তার বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামে। পরে তাকে জিজ্ঞাসাবাদে সে এই খুনের পরিকল্পনাকারী যুবলীগ নেতা ছায়েদুল হক জুয়েলের নাম জানায়। পরে জয়েলসহ  আরও ৪ জনকে আটক করা হয়। এরপর আটক ৫ জনের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১৪ ফেব্রুয়ারি) চাটখিল থানার সহযোগিতা নিয়ে বিল্লালের বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে নিতাই দেবনাথের লাশ উদ্ধার করা হয়।’

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার বলেন, ‘আটক ৫ জনের দেওয়া তথ্যের ভিত্তিতে লাকসাম থানা পুলিশ আমাদের সহযোগিতা নিয়ে লাশ উদ্ধার করেছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাকসাম থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি