X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

কুমিল্লার স্বর্ণ ব্যবসায়ীর লাশ নোয়াখালীতে উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪০

আটক যুবলীগ নেতা ছায়েদুল হক (বামে) ও নিহত ব্যবসায়ী নিতাই দেবনাথ (ডানে) কুমিল্লার লাকসামে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী নিতাই দেবনাথের (৩৫) বস্তাবন্দি লাশ ৭ দিন পর নোয়াখালীর চাটখিল থেকে উদ্ধার করা হয়েছে।  বুধবার (১৪ ফেব্রুয়ারি) চাটখিলের খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ এ খবর নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এক যুবলীগ নেতাসহ ৫ জনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাটখিল থেকে লাশ উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।’

এলাকাবাসী জানিয়েছেন, আটক যুবলীগ নেতা ছায়েদুল হক জুয়েল লাকসাম পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। তিনি ফতেপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, ৭ ফেব্রুয়ারি বিকালে লাকসাম পৌর শহরের ভাড়া বাসা থেকে মনোহরগঞ্জ উপজেলার আশিরপাড় বাজারে নিজ প্রতিষ্ঠানে যাওয়ার পথে নিখোঁজ হন স্বর্ণ ব্যবসায়ী নিতাই দেবনাথ। এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি রাতে ওই স্বর্ণ ব্যবসায়ীর ভাই গৌরাঙ্গ দেবনাথ লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ নিতাই দেবনাথ জেলার দেবিদ্বার উপজেলার সাইতলা গ্রামের নারায়ন দেবনাথের ছেলে। তিনি লাকসাম পৌর শহরের সোহাগ মৎস্য খামারের ভেতরে কাজী আবদুর রশিদের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। এলাকাবাসী জানিয়েছেন, নিতাই দেবনাথ লাকসাম উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।

লাকসামা থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘জিডির সূত্র ধরে এবং এই এঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে লাকসাম পৌর শহরের ফতেপুর এলাকা থেতে লেপ-তোষক দোকানের কর্মচারী বিল্লাল হোসেনকে আটক করা হয়। তার বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামে। পরে তাকে জিজ্ঞাসাবাদে সে এই খুনের পরিকল্পনাকারী যুবলীগ নেতা ছায়েদুল হক জুয়েলের নাম জানায়। পরে জয়েলসহ  আরও ৪ জনকে আটক করা হয়। এরপর আটক ৫ জনের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১৪ ফেব্রুয়ারি) চাটখিল থানার সহযোগিতা নিয়ে বিল্লালের বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে নিতাই দেবনাথের লাশ উদ্ধার করা হয়।’

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার বলেন, ‘আটক ৫ জনের দেওয়া তথ্যের ভিত্তিতে লাকসাম থানা পুলিশ আমাদের সহযোগিতা নিয়ে লাশ উদ্ধার করেছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাকসাম থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
‘মান নিয়ে প্রশ্ন, নেই প্রতিকাররংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
সংঘর্ষের কারণে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত ক্রসিং বন্ধ
সংঘর্ষের কারণে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত ক্রসিং বন্ধ
মজুতদারি ও কারসাজি বন্ধে বাজার পরিদর্শন চলবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
মজুতদারি ও কারসাজি বন্ধে বাজার পরিদর্শন চলবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
আল্লাহর রাসুল (সা.) ইফতারে কী খেতেন?
আল্লাহর রাসুল (সা.) ইফতারে কী খেতেন?
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার