X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

সারাদেশে বিএনপির অনশন কর্মসূচি পালিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৩৪

পাবনা বিএনপির অনশন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সারাদেশে অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। এ বিষয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—

কু‌ড়িগ্রাম: কু‌ড়িগ্রাম জেলা বিএনপি সকাল ১০টায় দলীয় কার্যাল‌য়ের সাম‌নে পু‌লিশি পাহারার ম‌ধ্যে এ অনশন কর্মসূচি শুরু করে দুপুরে শেষ করে। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হাসিবুর রহমান হাসিব, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহছান ও সিনিয়র-সভাপতি আল-আমিন।

বগুড়া: বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শহরের নবাববাড়ী সড়কে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির অনশন কর্মসূচি পালিত হয়েছে। নেতাকর্মীরা রাস্তায় বসে নেত্রীর মুক্তির দাবিতে স্লোগান দেন। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান প্রমুখ বক্তব্য রাখেন।

টাঙ্গাইল: বুধবার শহরের ভিক্টোরিয়া রোডে দলীয় কার্যালয়ে অনশন কর্মসূচির আয়োজন করা হয়। এসময় জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও সহ-সভাপতি ছাইদুল হক ছাদু প্রমুখ।

রাজবাড়ী বিএনপির অনশন রাবি: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিক আন্দোলনে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিএনপিপন্থী শিক্ষকরা। গত রবিবার থেকে তারা ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করছেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালন করে দলীয় শিক্ষকরা। রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি কেবিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের (সাদা দল) আহ্বায়ক অধ্যাপক ড. এনামুল হক, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. আজহার আলী, রাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহাদৎ হোসেন মন্ডল, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উপদেষ্টা অধ্যাপক ড. শামসুল আলম সরকার, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ড. সিএম মোস্তফা, রাজশাহী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রোখসানা বেগম টুকটুকি প্রমুখ।

রাজবাড়ী: বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালিত হয়। এতে জেলা বিএনপির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি নাসিরুল হক সাবু বক্তব্য দেন।

পাবনা: বুধবার সকালে জেলা বিএনপি কার্যালয় চত্বরে অনশন কর্মসূচি পালন করা হয়। বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুস সামাদ খান মন্টু, পৌর বিএনপির সভাপতি সাবির হাসান বাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোসাব্বির হোসেন সনজু, জেলা মহিলা দলের সভানেত্রী মাহফুজা করিম বিনু প্রমুখ।

মেহেরপুর: জেলা বিএনপি সকাল ৯টার দিকে শহরের বোসপাড়ার জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

চুয়াডাঙ্গা বিএনপির অনশন চুয়াডাঙ্গা: বুধবার সকাল ১০টা থেকে কেদারগঞ্জ এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনশন শুরু করেন তারা। অনশন চলে বিকাল ৫টা পর্যন্ত। অনশনে অংশ নিয়েছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আরশেদ অঅলী কালু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রবিউল হক বাবলু, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, যুগ্ম আহ্বায়ক রাজিব খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

মাগুরা: সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান ও মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামালের সাজার প্রতিবাদে মাগুরা জেলা বিএনপি অনশন কর্মসূচি পালন করেছে। বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের ভায়না এলাকায় উপজেলা পরিষদের সামনে এ অনশন কর্মসূচি পালিত হয়। অনশনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, অধ্যক্ষ মোহাম্মদ আলী, ইবাল অকতার খানসহ উপস্থিত ছিলেন।

হিলি: বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি উপজেলার কোথাও পালন করতে দেখা যায়নি। হিলি বাজারে বিএনপি দলীয় কার্যালয় ও হিলি স্থলবন্দরের চারমাথামোড়সহ হিলির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

হাকিমপুর (হিলি) পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কোনও ধরনের দলীয় কর্মসূচি পালন করতে দিচ্ছে না পুলিশ। এমনকি আমাদের দলীয় কার্যালয়েও নেতাকর্মীদের প্রবেশ করতে দিচ্ছে না। তারা আমাদের কার্যালয়ও ঘেরাও করে রেখেছে। এ কারণে আমরা কোনও কর্মসূচি পালন করতে পারছি না।’ হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিব হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কর্মসূচির নামে বিএনপি যেন কোনও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সেজন্য বিএনপি কার্যালয় ও হিলি স্থলবন্দরের চারমাথামোড়সহ হিলির গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।’

কুমিল্লা: কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে অনশন কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ সম্পাদক ও  জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশীদ ইয়াছিন।

হিলি বিএনপির কার্যালয় পুলিশি পাহারায় বরিশাল: পুলিশের বাধায় দলীয় কার্যালয়ের পরিবর্তে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে অশ্বিনী কুমার হলে এই কর্মসূচি পালন করে দলটি। এখানে সভাপতির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার। বক্তব্য রাখেন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা দক্ষিণ বিএনপি সভাপতি এবায়দুল হক চাঁন, জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ ও নগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার।

বাগেরহাট: জেলা বিএনপির কার্যালয়ের সামনে বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনশন কর্মসূচি পালিত হয়। এসময় জেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলমসহ বিভিন্ন উপজেলা নেতারা বক্তব্য দেন।

পাবনা বিএনপির অনশন ঠাকুরগাঁও: সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ে অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। পুলিশের কড়া পাহারার মধ্যে অনশন কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, বিএনপির নেতা আব্দুল হামিদসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে জেলা বিএনপির উপদেষ্ঠা সাবেক অধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী জুস পান করিয়ে সবাইকে অনশন ভাঙান।

 

/এনআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই