X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এজলাসের ভেতর নারী আইনজীবীকে মারধর, দুই নারী গ্রেফতার

রংপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫৮

এজলাসের ভেতর নারী আইনজীবীকে মারধর, দুই নারী গ্রেফতার  

রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের এজালাসের ভেতরে এক নারী আইনজীবীকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুই নারী। পুলিশ তাদের দুই জনকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ্দ করেছে। এ ঘটনায় নারী আইনজীবীরা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এক আইনজীবী জানান, বৃহস্পতিবার বিচারক জাবিদ হোসেনের আদালতে নগরীর গুড়াতি পাড়া এলাকার ইসমত আরা মৌরি নামে এক নারীর যৌতুক ও নারী নির্যাতনের একটি মামলা ছিল। মৌরি তার স্বামী ওবায়দুল হকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলাটি দায়ের করেছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মামলার শুনানি শেষে আসামি ওবায়দুল হক আদালতের কাঠগড়া থেকে নামার সঙ্গে সঙ্গে মামলার বাদী ইসমত আরা মৌরী আকস্মিকভাবে তার ওপর চড়াও হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী শামসিয়া আখতার তাকে বাধা দেয়। এসময় বাদী মৌরী ও তার ছোট বোন রিয়া ইসলাম ওই নারী আইনজীবীর ওপর চড়াও হয়। তারা আইনজীবীকে  লাথি-ঘুষি মেরে, চুল টেনে ও মুখ খামচে রক্তাক্ত করে ফেলে। এ সময় সেখানে উপস্থিত আইনজীবীরা এগিয়ে এসে ওই নারী আইনজীবীকে উদ্ধার করে। এ সময় হামলাকারী দুই নারীকে আদালতে দায়িত্বপালনকারী পুলিশ আটক করে কোট হাজতে নিয়ে যায়। পরে তাদের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে আদালতের এজালাসে এ হামলার ঘটনায় আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত দুই নারীর শাস্তি দাবি করেছেন।

এ ব্যাপারে আহত নারী আইনজীবী শামসিয়া আখতার জানান, তিনি সিনিয়র অ্যাডভোকেট আফতাব হোসেন সঙ্গে মামলা পরিচালনা করে বের হওয়ার সময় ওই দুই নারী তাকে হামলা করে।এসময় তিনি গুরুতর আহত হন। তিনি তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘এ ঘটনায় আইনজীবী সমিতি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও আহত আইনজীবী শামসিয়া আখতার নিজেই বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে কোতোয়ালি থানায় যোগাযোগ করা হলে ওসি (তদন্ত) আব্দুল আজিজ জানান, নারী আইনজীবীর ওপর হামলাকারী দুই নারীকে আসামি করে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে দুই মাদক ব্যবসায়ীর এক বছরের সশ্রম কারাদণ্ড


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন