X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘উন্নয়নের ধারা বজায় রাখতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন’

বাগেরহাট প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৩০

বক্তব্য রাখছেন শেখ হেলাল উদ্দিন (ছবি- প্রতিনিধি)

উন্নয়নের ধারা বজায় রাখতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে। এজন্য ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে বাগেরহাটের বেতাগা বাজারে বঙ্গবন্ধু ভবনে ঐচ্ছিক তহবিলে অনুদান ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শেখ হেলাল উদ্দিন বলেন, ‘দলের ভেতর কোনও বিভেদ নেই। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সব নেতাকর্মী এক ও অভিন্ন।’

সাম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত যুবলীগ নেতা এম এ দাউদ আলীর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এম এ দাউদ একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ ছিলেন। তার মতো সৎ নেতৃত্ব আমাদের প্রয়োজন। দাউদের মৃত্যুতে দল একজন ভাল কর্মী হারালো।’

উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– বাগেরহাটের পুলিশ সুপার পংকজ কুমার রায়, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাস, সাধারণ সম্পাদক শিরিনা আক্তার, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. বদিউজ্জামান সোহাগ, অধ্যক্ষ বটুগোপাল দাস, মো. নাজমুল হুদা, জেলা যুবলীগের আহ্বায়ক নাসির উদ্দিন সরদার, যুগ্ম-আহ্বায়ক শাহনেওয়াজ মোল্লা দোলন, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. খলিলুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক ফকির কওসার আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক আসলাম আলী, অমর কুমার ঘোষ, আইন বিষয়ক সম্পাদক হিটলার গোলদার, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক খান শামীম জামান পলাশ, উপজেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান বাবু, ইউপি চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, মো. রেজাউল করিম ফকির, কাজি মো. মহসিন, ছাত্রলীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি, মেহেদী হাসান সবুজ, শ্রমিকলীগের সভাপতি সিরাজুল ইসলাম, অনিমেষ কুমার দাম প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা লিগের কারণে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলবেন না সাকিব!
ঢাকা লিগের কারণে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলবেন না সাকিব!
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের