X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার দায়ে ১০ শিক্ষার্থী বহিষ্কার

নাটোর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:০৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:০৬

 

 নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের চাঁদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি রসায়ন বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার দায়ে আটক ১০ শিক্ষার্থীকে একবছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লালপুর উপজেলা পরিষদে জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের বহিষ্কার করা হয়। নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোর্তজার নির্দেশে চাঁদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব এই বহিষ্কারাদেশ দেন।  লালপুর থানার ওসি  আবু ওবায়েদ এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে একই ঘটনায় সন্দেহভজন হিসেবে আটক কদিমচিলান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাসান আলী (৫০), যুবলীগ সাধারণ সম্পাদক সোহেল রানা (৩৫) ও সোহেল রানার স্ত্রী কলসনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌশ রুনার (৩২) বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসে সংশ্লিষ্টতার কোনও প্রমাণ না পাওয়ায় তাদের মুক্তির আদেশ দেওয়া হয়েছে।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে চাঁদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে কিছু পরীক্ষার্থীর মোবাইল ফোনের ফেসবুক ম্যাসেঞ্জারে রসায়নের প্রশ্ন ও সলিউশন দেখতে পান র‌্যাব সদস্যরা। এ সময় মোবাইল ফোনগুলো জব্দসহ ১০ পরীক্ষার্থীকে আটক করা হয়। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে ইউনিয়ন আওয়ালীগ সভাপতি হাসান আলী, যুবলীগ সাধারণ সম্পাদক সোহেল রানা ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস রুনাকেও আটক করে র‌্যাব। আটককৃতদের উপজেলা পরিষদে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ১০ পরীক্ষার্থীকে ১ বছরের বহিষ্কারাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোর্তজা।

নাটোর র‌্যাব অফিসের কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, বহিষ্কৃত ১০ শিক্ষার্থীকে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। অন্য তিনজনকে থানা থেকে মুক্তি দিতে বলা হয়েছে।

লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, ‘বৃহস্পতিবার বিকেলে ওই তিনজনকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া