X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভয়ের কিছু নেই, নির্বাচন অংশগ্রহণমূলক হবে: বাণিজ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৯

বক্তব্য রাখছেন তোফায়েল আহমেদ (ছবি- প্রতিনিধি)

আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘২০১৮ সালের ডিসেম্বর মাসে নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। তবে ভয়ের কিছু নেই, নির্বাচন অংশগ্রহণমূলক হবে।’

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ বন্দরের হরিপুর কুড়িপাড়া এলাকায় পারটেক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান পারটেক্স কেবলস মিলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠান করে ইসি ইতোমধ্যে প্রমাণ করেছে, তারা স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম। বর্তমান সরকারের অধীনেই ইসি নির্বাচন পরিচালনা করবে। এ নিয়ে আন্দোলন-প্রতিবাদ করে লাভ হবে না। রবং ক্ষতি হবে।’

২০১৪ সালে বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল মন্তব্য করে তিনি আরও বলেন, ‘২০১৪ সালে বিএনপি-জামায়ত জোট দেশজুড়ে জ্বালাও-পোড়াও আন্দোলন করে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। ২৪ জন পুলিশ অফিসারসহ মায়ের কোলের শিশুকে পেট্রোলবোমা মেরে হত্যা করেছে। কিন্তু কোনও লাভ হয়নি।’

মন্ত্রী বলেন, ‘একসময় বিদেশি অর্থনীতিবিদরা বাংলাদেশ সম্পর্কে বলেছিল, এদেশ তলাবিহীন জুড়ি। সেই অর্থনীতিবিদরাই এখন বলছে, বাংলাদেশের বিস্ময়কর উত্থান ঘটছে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ১৯৭২-৭৩ সালে চা, চামড়া ও পাট –এই তিন পণ্য বিদেশে রফতানি হতো। আর আজ বিশ্বের ২৯৯টি দেশে ৭শ’ ৪৪টি পণ্য রফতানি করছি। রফতানি বৃদ্ধি পেয়েছে ৩৫ বিলিয়ন  ডলার। এ অর্থবছরে আমাদের পণ্য রফতানি হবে ৩৭ বিলিয়ন ডলারের, যা ২০২১ সালে ৬০ বিলিয়ন ডলার ছাড়াবে।’

তিনি বলেন, ‘২০১৮ সালের মধ্যে বাংলাদেশের সব ইউনিয়নে বিদ্যুৎ পৌঁছে দিতে পারবো বলে আমরা আশাবাদী। একইসঙ্গে আমরা আশা করছি, অচিরেই গ্রামে গ্রামে আইটি প্রতিষ্ঠান গড়ে উঠবে, বাণিজ্যিক প্রতিষ্ঠানও।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম, তার সহধর্মিনী ও পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান সুলতানা হাসেম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, পারটেক্স স্টার গ্রুপের ভাইস-চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটু, ম্যানিজিং ডিরেক্টর আজিজ আল মাহমুদ, পারটেক্স এগ্রো লিমিটেডের চেয়ারম্যান কাবাসসুম কায়সার, ম্যানেজিং ডিরেক্টর সাভেরা এইচ মাহমুদ, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফারন আলী, পররটেক্স স্টার গ্রুপ কমপ্লেক্স-১ এর চিফ এক্সিকিউটিভ কে এম আলী, পারটেক্স কেবলস লিমিটেডের চীফ অপারেটিং অফিসার এ কে এম আহাসানুল হকসহ অনেকে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি