X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

নো- ম্যানস ল্যান্ডে রোহিঙ্গাদের বিক্ষোভ

কক্সবাজার প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০৪

নো- ম্যানস ল্যান্ডে রোহিঙ্গাদের বিক্ষোভ মিয়ানমারের রাখাইনে নিরাপত্তা, কফি আনানের রিপোর্ট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ দফাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে রোহিঙ্গারা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু শূন্য রেখায় (নো-ম্যানস ল্যান্ড) অবস্থানরত রোহিঙ্গারা এ বিক্ষোভ করেন। এসময় জীবনের নিরাপত্তা চেয়ে এবং শান্তিপূর্ণ পরিবেশে মিয়ানমার ফেরত যাওয়ার পরিবেশ সৃষ্টির জন্য আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থা ও মিয়ানমার সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।

তমব্রু শূন্য রেখায় বসবাসকারী রোহিঙ্গাদের নেতা দিল মোহাম্মদ জানান, পূর্ণ নিরাপত্তা নিশ্চিত এবং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনসহ ছয় শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফেরত যেতে রাজি নন তারা।

শূন্য রেখার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০ ফেব্রুয়ারি মিয়ানমার বৈঠক করবে উল্লেখ করে দিল মোহাম্মদ জানান,  কিন্তু মিয়ানমারের পরিবেশ এখনও তাদের ফেরত যাওয়ার পক্ষে নয়।

রোহিঙ্গাদের ছয় দফায় রয়েছে— মিয়ানমারে রোহিঙ্গাদের পূর্ণ নিরাপত্তা দিতে হবে। রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে। প্রত্যাবাসনের আগে মিয়ানমারে রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদা দিতে হবে। আন্তর্জাতিক সংস্থাকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত করতে হবে। রোহিঙ্গাদের জায়গা-জমি ফেরত দিয়ে নিজ ঘরভিটায় ফেরত পাঠাতে হবে। রাখাইন রাজ্যে গণমাধ্যম ও আন্তর্জাতিক সংস্থার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

রোহিঙ্গা নেতা আরিফ আহমদ জানান, ৫ মাস ধরে নো-ম্যানস ল্যান্ডে আছি। কিন্তু হঠাৎ করে আমাদের তুলে দিলে আমরা কোথায় যাবো। আমরা তো এই মুহুর্তে মিয়ানমারে যেতে পারব না। তাড়াছা মিয়ানমারে তো এখনও ফিরে যাওয়ার পরিবেশ তৈরী হয়নি।

রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ জানান, গত ৯ ফেব্রুয়ারি মিয়ানমারের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল অং সো এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাখাইন রাজ্য সফরে আসেন। এসময় তিনি তমব্রু সীমান্তের কাঁটাতারের পাশে এসে রোহিঙ্গাদের ডেকে কথা বলেন। তিনি রোহিঙ্গাদের দ্রুত সময়ের মধ্যে এই স্থান ত্যাগ করার আহ্বান জানান। খুব দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে অথবা মিয়ানমারে ফেরত যাওয়ার জন্য রোহিঙ্গাদের আহ্বান জানান তিনি। অন্যথায় পরিণতি ভালো হবে না বলে হুশিয়ারি দেন। এরপর থেকে তমব্রু সীমান্তের কাছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) একটি মাইক স্থাপন করেছে। ওই

মাইকে প্রতিদিন নো-ম্যানস ল্যান্ড ছাড়তে প্রচারণা চালাচ্ছে এবং যেকোন মুহুর্তে বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়ে দেওয়া হচ্ছে। এতে তারা আতঙ্কে রয়েছেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন