X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘আ.লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়’

বাগেরহাট প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৪৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫৭

অন্যান্যের মধ্যে শেখ হেলাল উদ্দিন

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। তিনি বলেছেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। এজন্য সব বিভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে।’

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটের চিতলমারী উপজেলার চরকচুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শেখ হেলাল উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালের খুনি-ধর্ষণকারী-রাজাকার ও ১৯৭৫ সালের খুনি-পাপীদের সরকারে এনেছিলেন জিয়াউর রহমান। আর শেখ হাসিনা ক্ষমতায় এসে সেসব পাপীদের বিদায় করেছেন। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি দিয়ে পাপমোচন করা হয়েছে বলেই আজ দেশের উন্নয়ন হচ্ছে।’

শেখ হেলাল বলেন, ‘এতিমের টাকা চুরির দায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন কারাগারে রয়েছেন। কিন্তু বিএনপির নেতাকর্মীরা বলে বেড়াচ্ছে, এ সরকার সাজানো মামলা দিয়ে তাকে হয়রানি করছে। অথচ এ মামলা হয়েছে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়। আওয়ামী লীগ কোনও মামলা করেনি।’

তিনি বলেন, ‘দেশে মাদকের ভয়াবতা রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কেউ মাদক সেবন ও মাদক বেচাকেনার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হবে। মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা না করা গেলে দেশে প্রজন্মের পর প্রজন্ম মেধাশূন্য হয়ে যাবে।’

সন্তোষপুর ইউপি চেয়ারম্যান শামিয়া রহমান বিউটির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংরক্ষিত মহিলা এমপি হ্যাপি বড়াল, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, চিতলমারী উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান শামীম, জেলা পরিষদের সদস্য মোহন আলী বিশ্বাস, জেলা যুবলীগের আহ্বাবায়ক সরদার নাসির উদ্দিন, যুগ্ম-আহ্বাবায়ক শহনেওয়াজ মোল্লা দোলন, ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান সুলতান ওশান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!