X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শাবিতে ৬ নবীন শিক্ষার্থীকে রাতভর র‌্যাগিংয়ের অভিযোগ

শাবি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:০৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) অন্তত ছয় নবীন শিক্ষার্থীকে অর্ধনগ্ন করে রাতভর র‌্যাগিং করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত তাদের নিজ মেসে ডেকে নিয়ে এ ঘটনা ঘটায় সিনিয়র শিক্ষার্থীরা।

জানা গেছে, এসময় সিনিয়রদের কথা না শোনায় নবীন কয়েকজন শিক্ষার্থীকে মারধরও করা হয়। এ ঘটনার পর ওই শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। সিনিয়র শিক্ষার্থীদের হুমকির কারণে এ বিষয়ে কোনও কথা বলতেও সাহস পাচ্ছেন না তারা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ সেশনের প্রথম বর্ষের ছয় শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছের তপোবন আবাসিক এলাকার একটি মেসে নিয়ে যান ওই বিভাগেরই ২০১৬-১৭ সেশনের কয়েকজন শিক্ষার্থী। পরিচিত হওয়ার নামে নবীন শিক্ষার্থীদের রাত ১০টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত আটকে রাখেন তারা।

জানা গেছে, সেখানে একপর্যায়ে নবীন শিক্ষার্থীদের মারধর করেন সিনিয়ররা। পরে তাদের বাধ্য করে অর্ধনগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ক্যাপশন দিয়ে একটি গ্রুপে পোস্ট করানো হয়। অবশ্য কিছু সময় পর সেগুলো ডিলিট করা হয়। এসব কাউকে না জানাতে হুমকিও দেন সিনিয়ররা।

ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিষয়টি নিয়ে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এ নিয়ে তারা কারও সঙ্গে কথা বলতেও ভয় পাচ্ছেন। তাই বিষয়টি নিয়ে তারা এখনও প্রশাসনের কাছে কোনও অভিযোগও জানাননি। র‌্যাগিংয়ের শিকার একজন শিক্ষার্থী বলেন, যে আশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলাম সে আশা মিটে গেছে।

সূত্র জানায়, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের ১৯ জন এবং পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একই বর্ষের একজন শিক্ষার্থী র‌্যাগিংয়ের ঘটনার সঙ্গে জড়িত। তাদের মধ্যে ৬ জন শিক্ষার্থী ওই সময় মারমুখী ছিলেন বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পরিচিতির নামে কোনও ধরনের মানসিক ও শারীরিক নির্যাতন মেনে নেওয়া হবে না। অতি শিগগিরই শৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মুশতাক আহমেদ বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি। র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’ 

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী