X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পুলিশকে লক্ষ্য করে গুলি: দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ০২:০৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ০২:০৪

চট্টগ্রাম চট্টগ্রামে পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনায় গ্রেফতার ছয় আসামির মধ্যে দুই জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহানগর হাকিম আল ইমরানের আদালতে আয়মান জিহাদ ও খোকন চৌধুরী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে আনোয়ারা উপজেলা থেকে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। একই দিন রাতে পুলিশ মাহি নামে আরও একজনকে গ্রেফতার করে।
শাহাবুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশের ওপর গুলি বর্ষণের ঘটনায় গ্রেফতার খোকন ও জিহাদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই ঘটনায় গ্রেফতার আরও দুই আসামি এসএসসি পরীক্ষার্থী ছিলেন, তাদের জামিন আবেদন নাকোচ করে দিয়েছেন আদালত।’
নগর পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘দুই পরীক্ষার্থীর জামিনের জন্য শিশু আইনে আইনজীবীরা আবেদন করেছিলেন। শুনানি শেষে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও শিশু আদালতের ভারপ্রাপ্ত বিচারক জান্নাতুল ফেরদৌস জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত তাদের কারাগারে থেকে পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে।’
প্রসঙ্গত, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার নগরীর ষোলশহর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় একটি মোটরসাকেলকে থামার নির্দেশ দিলে ওই মোটরসাইকেল থাকা এক যুবক পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক আব্দুল মালেক গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই সময় পুলিশ ধাওয়া দিয়ে আব্দুল হাকিম অভি নামে এক কিশোরকে গ্রেফতার করে। একই দিন রাতে পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে প্রত্যয় ও রাকিব নামে আরও দুই কিশোরকে গ্রেফতার করে পুলিশ। পরে ওইদিন রাতে উপ-পরিদর্শক নুরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দশ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ইতোমধ্যে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা