X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রানি য়েন য়েন এর ওপর হামলার প্রতিবাদে পাহাড়িদের সংহতি সমাবেশ

রাঙামাটি প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৯

রানি য়েন য়েন এর ওপর হামলার অভিযোগে পাহাড়িদের সংহতি সমাবেশ চাকমা রানি য়েন য়েন এর ওপর হামলার অভিযোগ এনে হামলাকারীদের যথোপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন পাহাড়িরা। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি চাকমা সার্কেল চিফের বাড়ির (রাজবাড়ি) প্রাঙ্গণে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির আহ্বায়ক গৌতম দেওয়ান, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, অধ্যাপক মংসানু চৌধুরী, নারী নেত্রী টুকু তালুকদার, বোমাং সার্কেলের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। এসময় চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায় ও তার সহধর্মিনী রানি য়েন য়েন উপস্থিত ছিলেন। রানি য়েন য়েন এর ওপর হামলার অভিযোগে পাহাড়িদের সংহতি সমাবেশ

সংহতি সমাবেশে বক্তারা বলেন, চাকমা সার্কেল এখানকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। চাকমা রাজা ও রানি এখানকার সবার শ্রদ্ধেয় ব্যক্তি। তাদের ওপর আঘাত আমাদের সমাজ ব্যবস্থার ওপর আঘাতের শামিল। চাকমা রানিকে যারা হেনস্থা করেছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয় সমাবেশ থেকে।

চাকমা রানি য়েন য়েন বলেন, ‘আমি মার খেয়েছি বা আমার ভলান্টিয়াররা মার খেয়েছে বলে তারা ভেবেছিল আমাদের লড়াই থেমে যাবে। এত সহজে আমাদের লড়াই থামবে না। আমাদের যে মনোবল ছিল গত ১৫ ফেব্রুয়ারির এই ঘটনার পর আমাদের মনোবল আরও বেড়েছে।’ চাকমা রাজপরিবারের পক্ষ থেকে রানি য়েন য়েন এর ওপর হামলার প্রতিবাদে বিবৃতি

চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন, ‘কেউ যদি মনে করে থাকে এই বর্বরোচিত ঘটনা ঘটিয়ে আমাদের জুম্মদের, আমাদের পাহাড়িদের পরাজিত করবে ও ভীত করবে তারা ভুল মনে করছে। আমি জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, উনি আমার বড় বোন। ওনার অনুরোধে একাধিকবার ওনার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। পার্বত্য চুক্তি স্বাক্ষরের ব্যাপারে, বাস্তবায়নের ব্যাপারে, আইন প্রণয়নের ব্যাপারে।’ রানি য়েন য়েন এর ওপর হামলার অভিযোগে পাহাড়িদের সংহতি সমাবেশ

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি গভীর রাতে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ওড়াছড়ি গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় একটি মারমা পরিবারের বড় বোনকে (১৮) ধর্ষণ ও ছোট বোনকে (১৩) যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। নির্যাতনের শিকার দুই বোনকে ২৩ জানুয়ারি রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৫ ফেব্রুয়ারি রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন এই দুই মারমা বোনকে আদালতের নির্দেশে তাদের বাবা-মায়ের জিম্মায় দেওয়া এবং চাকমা সার্কেলের জিম্মায় নেওয়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এসময় রানি য়েন য়েন ও তার সহকারীর ওপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলা  চালায় এবং তাদের নাজেহাল করা হয় বলে অভিযোগ করছেন রাজা দেবাশীষ রায়।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়