X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অবশেষে সাদুল্যাপুরে কালভার্টের মুখের জমিতে বালু ভরাট বন্ধ

গাইবান্ধা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১২

অবশেষে সাদুল্যাপুরে কালভার্টের মুখের জমিতে বালু ভরাট বন্ধ বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর গাইবান্ধার সাদুল্যাপুর-মীরপুর সড়কের মীরবাজারের পূর্বপাশে টাওয়ার সংলগ্ন সরকারি রিং কালভার্টের মুখের জমিতে বালু ভরাট বন্ধ করে দিয়েছে সাদুল্যাপুর উপজেলা প্রশাসন। এ সময় বালু তোলার দুটি শ্যালোমেশিন জব্দ করা হয়।

রবিবার (১৮ ফেব্রুয়ারী) ‘গাইবান্ধায় কালভার্টের মুখের জমিতে বালু ভরাট, ফসল নষ্টের আশষ্কা’ শিরোনামে বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি নজরে পড়লে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা খাতুন বালু ভরাট বন্ধের জন্য সাদুল্যাপুর থানা পুলিশকে নির্দেশ দেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাদুল্যাপুর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু ভরাট বন্ধ করে দেয়।

সাদুল্যাপুর থানার উপ-পরির্দশক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ইউএনও’র নির্দেশে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে বালু তোলার শ্রমিক ও জমি মালিক ডা. মুনছুর আলী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বালু তোলার কাজে ব্যবহ্নত দুটি শ্যালোমেশিন জব্দ করা হয়। জব্দ করা মেশিন দুটি থানায় আনা হয়েছে।’

সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা খাতুন বলেন, ‘কালভার্টের মুখের জমিতে বালু ভরাটের অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়ে বালু ভরাট বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরেও যদি সেখানে বালু উত্তোলন বা কালভার্টের মুখের জমিতে বালু ভরাটের চেষ্টা করা হয় তাহলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় এলাকার শাহজাদা মিয়া জানান, বাড়ি করার জন্য কালভার্টের মুখের জমিতে অবৈধ্ভাবে বালু উত্তোলন করে ভরাট শুরু করেন তাহেরপুর গ্রামের ডা. মো. মুনছুর আলী। তিনি প্রভাবশালী হওয়ায় বাধা দিয়েও বালু উত্তোলন বন্ধ করা সম্ভব হয়নি। কালভার্টের মুখ বন্ধ হলে বর্ষা মৌসুমে জামালপুর, রসুলপুর ও ফরিদপুর ইউনিয়নের অন্তত দেড় শতাধিক একর জমিতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে পানিতে তলিয়ে বসতভিটাসহ জমির ফসল নষ্ট হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন শতশত কৃষক। কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কালভার্টের মুখে বালু ভরাট বন্ধের দাবিতে তিনি জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন। পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে বালু তোলা বন্ধ করে দেওয়ায় কৃষকদের মধ্যে অনেকটা স্বস্তি ফিরেছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি