X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৫

হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীর সংঘর্ষ (ফাইল ছবি) হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সদর থানায় মামলাটি দায়ের করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান।
এ ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- শহরতলীর আলমপুর গ্রামের কাজল মিয়া, শহরের শায়েস্তানগর এলাকার ফারুক মিয়া, সদর উপজেলার গোপায়া গ্রামের মো. তাহের ও শান্তিসাহা গ্রামের মো. আমজাদ।
পুলিশ জানায়, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। মামলায় মোট ৮৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
মামলার উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন- জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মো. ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, সদর থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি অলিউর রহমান অলি, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল ইসলাম ইমরান, সিনিয়রা সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন,যুগ্ম সম্পাদক মহিবুর রহমান শাওনসহ অনেকে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক বলেন, ‘গ্রেফতার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিকে গউছ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশের গুলিতে গুলিবিদ্ধ অবস্থায় আহতরা এখন বিভিন্ন বাসা বাড়িতে কাতরাচ্ছে। পুলিশের ভয়ে কেউ হাসপাতালে চিকিৎসা নিতে পারছে না।’
উল্লেখ্য, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী শহরে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ২০ জন গুলিবিদ্ধ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা