X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুরে প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিয়ে সম্মাননা পেলেন জন লিটন

মাদারীপুর প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৯

মাদারীপুর

মাদারীপুরে যাত্রীবাহী বাস থেকে প্রশ্ন ফাঁসকারীকে হাতে-নাতে ধরিয়ে দেওয়ায় জন লিটন বৈরাগী নামে এক ব্যক্তিকে সম্মাননা ও উপহার দিয়েছে জেলা প্রশাসক।

জেলা প্রশাসন সূত্র জানায়, মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম মঙ্গলবার রাতে তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জন লিটন বৈরাগীর হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ ফারুক আহম্মেদসহ প্রশাসনের কর্মকর্তারা। 

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ পুরস্কার ঘোষণার তিন দিনের মাথায় এ ঘটনা ঘটে। গত ৭ ফেব্রুয়ারি সকালে মাদারীপুরে উত্তরসহ প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করার সময় এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধরিয়ে দেন জন লিটন বৈরাগী। তবে তাকে শিক্ষামন্ত্রী ঘোষিত ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়নি।

শিক্ষামন্ত্রী ঘোষিত পুরস্কারের ব্যাপারে জানতে চাইলে মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, ‘৫ লাখ টাকা পুরস্কারের ব্যাপারে আমি শিক্ষা সচিব সোহরাব হোসেন স্যারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে, মাদারীপুরে প্রশ্ন ফাঁসকারী চক্রের যে ধরা পড়েছে সে শুধু মাত্র বাহক, মূল প্রশ্ন ফাঁসকারী বা হোতা নয়। তাই শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত ৫ লাখ টাকা তিনি পাবেন না। তবে মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সম্মাননা ও উপহার দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি সকালে ঢাকা থেকে কুয়াকাটাগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে মোবাইল ও ল্যাপটপের মাধ্যমে ফেসবুকে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করার বিষয়টি টের পান পাশের যাত্রী জন লিটন বৈরাগী। তিনি মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি মাদারীপুরের জেলা প্রশাসককে জানান। পরে জেলা প্রশাসকের নির্দেশে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিক বাসটি আটকের নির্দেশ দেন। পরে মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্ন ও উত্তরসহ প্রশ্ন ফাঁসকারীকে আটক করা হয়। আটককৃত জোবাইদুল ইসলাম মিঠু বরগুনার আমতলী উপজেলার সবজুবাগের গ্রাম-পুলিশ সাত্তার চৌকিদারের ছেলে এবং রাজধানীর উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার কাছে থেকে উদ্ধার হওয়া মোবাইল ও ল্যাপটপ যাচাই করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় জন লিটন বৈরাগী বলেন,‘আমি পুরস্কার বা সম্মানের লোভে এই কাজ করিনি। ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে সচেতন একজন মানুষ হিসেবে এ কাজ করেছি।’

 আরও  পড়ুন: একুশের শ্রদ্ধা জানাতে ভাষা শহীদ সালাম নগরে মানুষের ঢল

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!