X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর কাছে যেসব দাবি তুলে ধরবে খুলনা আ.লীগ

খুলনা প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪১

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় আগামী ৩ মার্চ খুলনার সার্কিট হাউজ ময়দানে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভা অনুষ্ঠিত হবে। জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে প্রস্তুত জেলা আওয়ামী লীগ। ইতোমধ্যে খুলনা ও পাশের এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে প্রচার-প্রচারণায় নেমেছে খুলনা আওয়ামী লীগ। জনসভা থেকেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা খুলনা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নামও ঘোষণা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জনসভা সফল করার প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন খুলনা-২ আসনের সংসদ সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান।

সভায় মিজানুর রহমান বলেন, ‘জনসভায় প্রধানমন্ত্রীর কাছে খুলনা অঞ্চলে গ্যাস সংযোগ, খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা ক্যাডেট কলেজ, মেরিন অ্যাকাডেমি, পূর্ণাঙ্গ আইটি ভিলেজ, শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে রিসার্স সেন্টার, খুলনা জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ, খুলনা প্রেসক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া হাউজসহ বিভিন্ন দাবি তুলে ধরা হবে।’

মিজানুর রহমানের দাবি, এক সময় খুলনা মহানগরী ছিল উন্নয়ন বঞ্চিত। আইনশৃঙ্খলা বলতে কিছুই ছিল না। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেই নগরীতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। ইতোমধ্যে খুলনায় দুইটি কলেজ ও তিনটি স্কুল সরকারিকরণ করা হয়েছে। আরও দুইটি নতুন সরকারি স্কুল স্থাপনের কাজ চলছে। দুইটি অর্থনৈতিক অঞ্চল হবে, খুলনা মহানগরীতে সুপেয় পানি সরবরাহ করার জন্য ওয়াসার কাজ শেষ পর্যায়ে রয়েছে। বিমান বন্দরের কাজ চলছে। অচল হয়ে যাওয়া মংলা বন্দর সচল হয়েছে। লোকসানি প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড এখন লাভজনক। খানজাহান আলী সেতু (রূপসা সেতু) হওয়ায় খুলনায় ব্যবসা-বাণিজ্যে গতি ফিরেছে। পদ্মা সেতু বাস্তবায়িত হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক চিত্র পাল্টে যাবে।

এমপি মিজান বলেন, ‘এখনও খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ করা হয়নি। আমরা প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে গ্যাস সরবরাহের জন্য দাবি জানাবো। প্রধানমন্ত্রী এই অঞ্চলের উন্নয়নে সবসময় আন্তরিক, এই অঞ্চলের মানুষও মনে করেন—শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে খুলনাসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের উন্নয়ন হয়। আমরা আশা করি যে প্রকল্পগুলো এখনও বাস্তবায়িত হয়নি— প্রধানমন্ত্রী এবার সেই প্রকল্পগুলোও বাস্তবায়নের ঘোষণা দেবেন।’

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান জানান, ৩ মার্চের জনসভায় নৌকার আদলে সুসজ্জিত মঞ্চ করা হবে। এই মহাজনসমুদ্রে নারীদের বিপুল সমাগম ঘটবে। খুলনা বিভাগসহ গোপালগঞ্জ থেকেও আসবেন সাধারণ মানুষ ও নেতাকর্মীরা। সার্কিট হাউজ মাঠে প্রবেশে নারীদের জন্য চারটি গেট থাকবে। দুইটি থাকবে পুরুষের জন্য। তিনি বলেন, ‘জনসভা নির্বিঘ্নে সম্পন্নের জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হবে।’

জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেওয়া উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে যাচাই-বাছাই ও বিশ্লেষন চলছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে। এ তালিকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট স্থাপন, খুলনা-মোংলা সড়ক চার লেনে উন্নীতকরণ, পূর্ণাঙ্গ জনবলসহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ১ হাজার বেডে উন্নীতকরণ, মেরিন অ্যাকাডেমি স্থাপনসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবি জানানো হবে।

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘খুলনা-মোংলা মহাসড়কে ধারণ ক্ষমতার বেশি যানবাহন চলে। এজন্য এটিকে দ্রুত চার লেনে উন্নীত করা প্রয়োজন। আধুনিক বিমানবন্দর নির্মাণের জন্য এখানে ৯৬ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এর সঙ্গে আরও ৫৩৬ একর জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের একটি বন্দর রয়েছে। এখানে একটি মেরিন অ্যাকাডেমি অগ্রাধিকার ভিত্তিতে হওয়া উচিৎ। এ বিষয়টি একনেকে অনুমোদন হয়েছে। কিন্তু আমরা এখনও এর কার্যক্রম দেখতে পাইনি। ৩ মার্চ প্রধানমন্ত্রী ২৪টি উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন। এছাড়াও একাধিক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা