X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দুই মারমা বোন ও চাকমা রানির ওপর হামলার বিচার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

রাঙামাটি প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০১

দুই মারমা বোন ও চাকমা রানির ওপর হামলার বিচার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ওড়াছড়ি গ্রামে একটি মারমা পরিবারের দুই বোনের ওপর নির্যাতনের ঘটনায় সংহতি প্রকাশ এবং গত ১৫ ফেব্রয়ারি রাঙামাটি জেনারেল হাসপাতালে চাকমা সার্কেলের উপদেষ্টা রানি য়েন য়েনসহ ভলান্টিয়ারদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে সম্মিলিত নারী সমাজ। প্রধানমন্ত্রী বরাবর লেখা স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে সম্মিলিত নারী সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন- জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, নারী নেত্রী টুকু তালুকদার, ঢোনাই টু নেলীসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, ‘যেখানে রানী য়েন য়েন নিজেই নিরাপত্তাহীনতায় আছেন, সেখানে সাধারণ মানুষের জীবনের নিশ্চয়তা কে দেবে? আমরা অবিলম্বে দুই মারমা বোনের ওপর যৌন সহিংসতার বিচার এবং রানি য়েন য়েনসহ ভলান্টিয়ারদের ওপর হামলার বিচার চাই।’ দুই মারমা বোন ও চাকমা রানির ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

মানববন্ধন শেষে বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।  

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি গভীর রাতে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ওড়াছড়ি গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় একটি মারমা পরিবারের বড় বোনকে (১৮) ধর্ষণ ও ছোট বোনকে (১৩) যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। নির্যাতনের শিকার দুই বোনকে ২৩ জানুয়ারি রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৫ ফেব্রুয়ারি রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন এই দুই মারমা বোনকে আদালতের নির্দেশে তাদের বাবা-মায়ের জিম্মায় দেওয়া এবং চাকমা সার্কেলের জিম্মায় নেওয়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এসময় রানি য়েন য়েন ও তার সহকারীর ওপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলা  চালায় এবং তাদের নাজেহাল করা হয় বলে অভিযোগ করছেন রাজা দেবাশীষ রায়।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ