X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চবিতে ভর্তি করিয়ে দিতে চুক্তি, শিক্ষার্থীকে আটকে টাকা আদায় ছাত্রলীগ নেতার

চবি প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:০৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৫২



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি করিয়ে দিতে এক শিক্ষার্থীর সঙ্গে দেড় লাখ টাকার চুক্তি এবং পরে তাকে আটকে রেখে সে টাকা আদায়ের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। জানা গেছে, সাজিক নামের ওই শিক্ষার্থী প্রথমে ৫০ হাজার টাকা দিলেও ভর্তির পর বাকি টাকা দিতে অস্বীকার করায় তাকে আটকে আরও এক লাখ ২৫ হাজার টাকা আদায় করে নেন ওই ছাত্রলীগ নেতা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, সাজিক বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে।

মো. সাজিক বিশ্ববিদ্যারয়ের ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি)  সকাল ১০টার দিকে টাকা আদায়ের এ ঘটনা ঘটে।

অভিযুক্ত অনিক হোসেন সাব্বির শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ-অর্থ বিষয়ক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

জানা যায়, সাজিক এ বছর ‘ক’ ইউনিটে ৮৭তম স্থান অধিকার করেন। ছাত্রলীগ নেতা সাব্বির  তাকে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে দেড় লাখ টাকার চুক্তি করেন। সে অনুযায়ী সাজিক ৫০ হাজার অগ্রিম পরিশোধও করেন। কিন্তু মেধা তালিকায় সাজিক পছন্দের বিভাগ পাওয়ায় বাকি টাকা দিতে অস্বীকার করলে তাকে ভয়ভীতি দেখান ওই ছাত্রলীগ নেতা।

এর ফলে সাজিক তার মায়ের কাছ থেকে বৃহস্পতিবার ২৫ হাজার টাকা এনে সাব্বিরকে দেন। এ সময় সাব্বির তার কয়েকজন কর্মী নিয়ে সাজিককে একটি রুমে আটকে রেখে তার মায়ের কাছে আরও দুই লাখ টাকা দাবি করেন। এমনকি টাকা না দিলে ছেলেকে মেরে ফেলারও হুমকি দেন। এতে তার মা আরও ১ লাখ টাকা দেন।

এ বিষয়ে সাজিকের মা জহুরা বেগম বলেন, ‘ভর্তি করিয়ে দেবে বলে দেড় লাখ টাকার চুক্তি করেছিল। তবে পছন্দের বিভাগ পাওয়ার পরও তাদের ৫০ হাজার টাকা দিয়েছি। এরপরও তারা টাকা চেয়ে আমার ছেলেকে আটকে রাখে। পরে আমি ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ১ লাখ টাকা দিলে আমার ছেলেকে তারা ছেড়ে দেয়।’

এ বিষয়ে অভিযুক্ত অনিক হোসেন সাব্বিরকে একাধিকবার ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। 

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রেজাউল হক রুবেল বলেন, ‘যে বা যারা এর সঙ্গে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘আমি বিষয়টি শোনার পর তৎপরতা শুরু করি। বিষয়টি পুলিশকে জানানো হয়। ওই ছাত্রকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে আমাদের হেফাজতে রাখা হয়েছে।’

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া