X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪, আহত ২৫

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৬

ময়মনসিংহ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের জয়পুর এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন সাইকেল আরোহীসহ ৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান এসব এসব তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-  ঈশ্বরগঞ্জের জয়পুর গ্রামের সাইকেল আরোহী রতন মিয়া(২৮), বাসযাত্রী নান্দাইলের ধনারামা গ্রামের আখাল উদ্দিনের পুত্র হাদিস মিয়া(৫০), ঈশ্বরগঞ্জের বড়হিত গ্রামের রেজিয়া বেগম (৩৫) ও জামালপুরের হাসিনা খাতুন (৭৫)। আহত ২৫ জনের মধ্যে গুরুতর আহত ১৮ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ময়মনসিংহ থেকে ভৈরবের দিকে যাওয়ার সময় জয়পুর এলাকার সড়কে একজন সাইকেলআরোহীকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হয় ও ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর আরও দুই জন ও  য়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর অপর যাত্রী মারা যান।

প্রত্যক্ষদর্শী বাসযাত্রীরা জানান, ময়মনসিংহ পাটগুদাম ব্রিজমোড় থেকে শ্যামল ছায়া পরিবহনের একটি বাস ভৈরবের দিকে যাত্রা করে। বাসটিতে যাত্রী ছিল প্রায় অর্ধশত। ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটের ঈশ্বরগঞ্জের জয়পুর এলাকায় পৌঁছানোর পর পাশের রাস্তা থেকে একটি চলন্ত সাইকেল আরোহী ওই রাস্তায় উঠে পড়ে। দ্রুতগতিতে চলতে থাকা বাসের চালক সাইকেল আরোহীকে বাঁচানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলকে চাপা দিয়ে কয়েক বার উল্টে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই জামালপুরের হাসিনা খাতুন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহত ২৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ঈশ্বরগঞ্জের বড়হিত গ্রামের রেজিয়া বেগম ও সাইকেল আরোহী রতন মিয়া মারা যান। এছাড়াও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর হাদিস মিয়া নামে অপর যাত্রী মারা যায়।

ওসি জানান, হতাহতের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক