X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ডাকাতি: র‌্যাবের গুলিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২১

সংবাদ সম্মেলন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা বাইপাস এলাকায় র‌্যাবের গুলিতে একজন নিহত হয়েছেন। র‌্যাব বলছে নিহত ব্যক্তি ডাকাত। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটেছে। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

মিমতানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ানশ্যুটার গান, একটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, তিনটি ছোরা, চারটি রামদা ও দুইটি লোহার রড উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে র‌্যাব দাবি করেছে নিহত ব্যক্তি ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।

মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামের হাটহাজারীর সামসুদ্দিন তার মেয়ে নিপুকে কুমিল্লার লাকসামে বিয়ে দেন। তাদের স্থানীয় রেওয়াজ অনুসারে মেয়ের বাড়িতে কিছু মালপত্র নিয়ে সামসুদ্দিনসহ ২১ জন যাচ্ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গাড়িটি কুমিরা বাইপাস এলাকায় পৌঁছলে ৬-৭জন সশস্ত্র ডাকাত গাড়িটির গতিরোধ করে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে। র‌্যাবের একটি টহল টিম ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তারা র‌্যাব সদস্যদের বিষয়টি জানায়।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের খুঁজতে থাকেন। এক পর্যায়ে র‌্যাব সদস্যরা পাশের একটি জঙ্গলে ডাকাতদলের সদস্যদের ডাকাতির জিনিসপত্র ভাগাভাগি করতে দেখেন। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি নিক্ষেপ করেন। র‌্যাবের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে টিকতে না পেরে ডাকাত সদস্যরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে এক ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। আহত ওই ডাকাত সদস্যকে উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
উত্তর গাজায় আবারও হামলা জোরদার করলো ইসরায়েল
উত্তর গাজায় আবারও হামলা জোরদার করলো ইসরায়েল
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী