X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের ৪৭ বছর পর কোটালীপাড়ায় স্মৃতি ভাষ্কর্যের উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০১

জহরের কান্দি স্কুলে নির্মিত স্মৃতি ভাস্কর্য দীর্ঘ ৪৭ বছর অপেক্ষার পর অবশেষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ভাষ্কর্যের উদ্বোধন করা হয়েছে। জহরের কান্দি গ্রামের জহরের কান্দি স্কুলে স্থাপন করা হয়েছে ভাষ্কর্যটি। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা কবি কাজী রোজী এর ইুদ্বোধন করেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে হেমায়েত উদ্দিন বীর বিক্রম গঠন করেন হেমায়েত বাহিনী। জহরের কান্দি গ্রামের পূর্ব কোটালীপাড়া উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তোলেন। আশপাশের জেলার নারী ও পুরুষরা এখানে প্রশিক্ষণ নেন। পাকিস্তানি বাহিনীর সঙ্গে প্রাণঘাতী বেশ কয়েকটি যুদ্ধে হেমায়েত বাহিনী ২৮ মুক্তিযোদ্ধা শহীদ হন। হেমায়েত উদ্দিনসহ অনেক মুক্তিযোদ্ধা আহত হন।
মুক্তিযুদ্ধে গোপালগঞ্জের এমন বীরত্বপূর্ণ ইতিহাস থাকলেও স্বাধীনতার পর ৪৭ বছরেও কোনও ভাষ্কর্য নির্মিত হয়নি কোটালীপাড়ায়। অবশেষে গত বছর গোপালগঞ্জ জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হওয়ার পর দেবদুলাল বসু পল্টু জহরের কান্দি স্কুলে স্মৃতি ভাষ্কর্য নির্মাণের উদ্যোগ নেন। তার সার্বিক তত্ত্বাবধানেই ভাষ্কর্যটি নির্মিত হয়েছে।
মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্যের উদ্বোধন করছেন কাজী রোজী ভাষ্কর্য উদ্বোধনের পর প্রধান অতিথি কাজী রোজী বলেন, ‘প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনি এলাকায় মুক্তিযুদ্ধের ভাষ্কর্য উদ্বোধন করতে পেরে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি গর্বিত। এর জন্য ৪৭ বছরের অপেক্ষাটা একটু বেশিই দীর্ঘ ছিল। তবে দেরিতে হলেও মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো সংরক্ষণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারবো।’
পূর্ব কোটালীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনোজ কান্তি মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা চৌধূরী এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য, জেলা পরিষদ সদস্য মাজাহারুল হক পান্না, ভাষ্কর্য নির্মাণের উদ্যোক্তা দেবদুলাল বসু পল্টু প্রমুখ।
আরও পড়ুন-
রাবির ছাত্রী হলে শর্ট সার্কিট, দুই শিক্ষার্থী আহত

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী