X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পুলিশ পরিচয়ে কিশোরী ধর্ষণের আলামত মেলেনি, দাবি চিকিৎসকের

নোয়াখালী প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৫

পুলিশ পরিচয়ে কিশোরী ধর্ষণের আলামত মেলেনি, দাবি চিকিৎসকের নোয়াখালীর চাটখিল উপজেলায় পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া সেই কিশোরীর (১৫) ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা প্রতিবেদন হাতে পায় পুলিশ।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আনোয়ারুল আজিম বলেন, গত ১৮ ফেব্রুয়ারি মেডিক্যাল বোর্ড মেয়েটির ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন আদালতে দাখিল করে।’

এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আনোয়ার বলেন, ‘বৃহস্পতিবার বিকালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা প্রতিবেদন হাতে পায় পুলিশ। প্রতিবেদনে মেয়েটির শরীরে ধর্ষণের কোনও আলামত পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘১০ ফেব্রুয়ারি কিশোরীর মা বাদী হয়ে জামাল ও কামাল নামে দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার জনকে আসামি করে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে।’ মামলায় কারও নাম অন্তর্ভুক্ত করা বা বাউকে বাদ দেওয়ার বিষয়ে পুলিশের কোনও ভূমিকা ছিল না বলে দাবি করেন তিনি।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাতে হাটপুকুরিয়া ইউনিয়নের রমাপুর গ্রামে পুলিশ পরিচয়ে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠে। এই ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে ১০ ফেব্রুয়ারি চাটখিল থানায় মামলা দায়ের করেন।

ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি উপজেলার সাহাপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে। তার মা অভিযোগ করেন, গত ৭ ফেব্রুয়ারি তার মেয়ে হাটপুকুরিয়া ইউনিয়নের রমাপুর গ্রামে মামা শহীদের বাড়িতে বেড়াতে যায়। রাতে নোয়াখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মজিবুর রহমান শরীফ, কামাল ও জামালসহ ছয় জন পুলিশ পরিচয়ে মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের পর বাড়ির পাশে ফেলে যায়।

তিনি বলেন, ‘আমরা ঘটনাটি চাটখিল থানা পুলিশকে জানিয়ে মামলা দায়ের করতে চাইলে পুলিশ প্রথমে মামলা নেয়নি। পরে মজিবুর রহমান শরীফের নাম বাদ দিয়ে জামাল ও কামালের নাম উল্লেখসহ অজ্ঞাত ছয় জনের বিরুদ্ধে মামলা নেয় পুলিশ।’ থানায় মামলা করায় মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে সন্ত্রাসীরা বাড়িতে এসে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং হত্যার হুমকি দিয়ে যায় বলে উল্লেখ করেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার চৌধুরী বলেন, গত ১১ ফেব্রুয়ারি নোয়াখালীর ৩নং আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ. কে. এম রৌশন জাহান ভুক্তভোগি কিশোরীর ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। এরপর মামলার তদন্তে যুবলীগের সভাপতি মজিবুর রহমান শরীফসহ অপর দুই জনকে অন্তর্ভুক্ত করা হয়। তাদের বাড়ি নোয়াখলা ইউনিয়নের ইসলামিয়া বাজার এলাকায়। তদন্তের স্বার্থে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। অভিযুক্ত তিন জনই পুলিশের নজরদারিতে রয়েছে। সময় মতো তাদের আইনের আওতায় আনা হবে।’

এ ব্যপারে চাটখিল উপজেলা যুবলীগের আহ্বায়ক ও চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী বলেন, ‘যুবলীগ নামধারী একটি পক্ষ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যে এই ধরনের অপপ্রচার চালাতে পারে। তবে, কারও বিরুদ্ধে এই ধরনের ঘটনায় জড়িত থাকার অভিযোগের সত্যতা পেলে তার দায়িত্ব সংগঠন নেবে না।

তিনি আরও বলেন, ‘আমরা চাই তদন্তসাপেক্ষে প্রকৃত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ