X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এবার রাবি শিক্ষকের বিরুদ্ধে রামেক’র মামলা

রাজশাহী প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৮

মামলা ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলার পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষক এটিএম এনামুল জহিরের নামেও রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পক্ষ থেকে মামলাটি দায়ের করেন ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল মজুমদার। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে অধিকতর শুনানির জন্য আগামী রবিবার (২৫ ফেব্রুয়ারি) দিন ধার্য করেছেন।

মামলার বাদী ইসমাইল মজুমদার বলেন, ‘মামলায় শিক্ষক এনামুল জহিরকে একমাত্র আসামি করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে রামেক হাসপাতালের এক নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ এবং তাকে মারধরের অভিযোগ আনা হয়েছে। দণ্ডবিধির ৫০৯/৩৩২/৩৩৩/৩২৩ ধারায় এ মামলা করা হয়েছে।’

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন মেয়ের জন্য ওষুধ কিনে নিয়ে যাচ্ছিলেন রাবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক এটিএম এনামুল জহির। এ সময় হাসপাতালের ভেতর এক নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে তার ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। শিক্ষককে মারধরের বিষয়টি জানাজানি হলে পরদিন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাবির আইন বিভাগের শিক্ষার্থীরা।

মারধরের খবর গণমাধ্যমে এলে ১৫ ফেব্রুয়ারি রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কুদরত-ই-খোদা তার আদালতে স্বপ্রণোদিত হয়ে একটি পিটিশন মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে আগামী রবিবারের (২৫ ফেব্রুয়ারি) মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিনি নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এছাড়াও আদালতে এ মামলাটি দায়ের হলে রামেকের ইন্টার্নরাও কর্মবিরতি পালন করেন। পরে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইন্টার্নদের শাস্তির দাবিতে রাজশাহীর আদালত চত্বরে মানববন্ধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সদস্যরা। ২০ ফেব্রুয়ারি শিক্ষক এনামুল জহিরকে মারধরের অভিযোগে রাজশাহীর একজন আইনজীবী অ্যাডভোকেট ফজলে তৌহিদ আল হাসান বাবলা বাদী হয়ে মেরি প্রিয়াঙ্কাসহ রামেকের ৮ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এ মামলাটিরও শুনানির জন্য আগামী রবিবার (২৫ ফেব্রুয়ারি) দিন ধার্য রয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি