X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হারিয়ে যাচ্ছে মৌলভীবাজারের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা

সাইফুল ইসলাম, মৌলভীবাজার
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১৩

হারিয়ে যাচ্ছে মৌলভীবাজারের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা নিজেদের মাতৃভাষার পরিচয় হারাতে বসেছেন মৌলভীবাজারের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর  সদস্যরা। সঠিক চর্চা না থাকা, প্রাথমিক শিক্ষায় সংখ্যালঘু ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ভাষার বর্ণমালা না থাকা এবং বাংলা ও ইংরেজি ভাষার সংমিশ্রণে হারিয়ে যাচ্ছে তাদের ভাষার মূল রূপ।  

জানা যায়, মৌলভীবাজার জেলার লাউয়াছড়া পুঞ্জি, ডলুবাড়ী, কালেঞ্জী পুঞ্জি, মাগুরছড়া পুঞ্জি, আলেয়াছড়া পুঞ্জি, নিরালা পুঞ্জি, ডবলছড়া পুঞ্জি, মরইছড়া পুঞ্জি, মাধবকুণ্ড পুঞ্জি, নাহার পুঞ্জি ও কাইলান পুঞ্জিসহ আশপাশের এলাকায় বেশ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েক হাজার মানুষের বসবাস। হারিয়ে যাচ্ছে মৌলভীবাজারের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা

এছাড়া বৃহত্তর সিলেটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তালিকায় খাসিয়া, গারো, ত্রিপুরা, মুন্ডা, সাঁওতাল, বিষ্ণুপ্রিয়া মণিপুরী, মৈতৈ মণিপুরীসহ ১৩টি সম্প্রদায় রয়েছে। এর বাইরে চা বাগানগুলোয় তেলেগু, রবিদাস, কৈরীসহ আরও বেশ কিছু জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের অধিকাংশই পাহাড় ও টিলার পাদদেশে, বন-জঙ্গলে কিংবা সমতল ভূমিতে জীবনযাপন করছেন। চা শিল্পের সঙ্গে জড়িত এসব নৃ-গোষ্ঠীর জাতীয় অর্থনীতিতে যথেষ্ট অবদান রয়েছে। তবে শিক্ষা, স্বাস্থ্য, ভূমির অধিকারসহ মাতৃভাষা রক্ষার ক্ষেত্রেও পিছিয়ে আছে এই জনগোষ্ঠী।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কালেঞ্জী পুঞ্জি সেন্ট যোসেফ গির্জাটি স্থাপিত হয় ১৯৭৫ সালে। সেখানে কালেঞ্জী পুঞ্জি শিশু শিক্ষাকেন্দ্রের শিক্ষক জেম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের শিক্ষাকেন্দ্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ণমালা বা ভাষা শেখানো হয় না। দেশে  বেশিরভাগ নৃগোষ্ঠীর আলাদা আলাদা ভাষার প্রচলন রয়েছে। দেশের সব নাগরিক নিজ নিজ মাতৃভাষা ব্যবহারের অধিকার রাখলেও সময়ের প্রয়োজনে বাংলা ভাষার প্রচলন বৃদ্ধি এবং ক্ষৃদ্র নৃগোষ্ঠীর বর্ণমালা সংরক্ষণের উদ্যোগ না থাকার কারণে অনেক জাতি-গোষ্ঠীর মাতৃভাষা হুমকির মুখে পড়েছে। এখন এসব গোষ্ঠীর অনেকেই মাতৃভাষায় কথা বলতে পারলেও লিখতে বা পড়তে পারেন না।’ হারিয়ে যাচ্ছে মৌলভীবাজারের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা

কালেঞ্জী পুঞ্জির আদিবাসী শিক্ষার্থী জেনি, সুব্রত তজু, তাপস খংলা বাংলা ট্রিবিউনকে জানান, তারা ছোটবেলা থেকেই বাংলা ভাষায় পড়াশোনা করছেন। তারা তাদের নিজস্ব ভাষা বলতে পারলেও তা সঠিকভাবে লিখতে পারে না।

এই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে সমগ্র পৃথিবী যে মর্যাদা দিয়েছে, তা রক্ষা করতে সব ভাষার বর্ণমালা সংরক্ষণ করা দায়িত্ব।

মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিসন প্রধান সুচিয়াং বলেন, ‘প্রাতিষ্ঠানিক কিংবা একাডেমিক ব্যবস্থা না থাকার কারণে আমাদের নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে এসব কৃষ্টি ও সংস্কৃতি অদূর ভবিষ্যতে পুরোপুরি হারিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘নিজস্ব ভাষার চর্চা রাখার জন্য কিছু পুঞ্জিতে নিজেদের অর্থায়নে পরিচালিত স্কুলগুলোতে খাসিয়া ভাষা ব্যবহার করা হয়।’ হারিয়ে যাচ্ছে মৌলভীবাজারের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা

লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ফিলা পত্মী বলেন, ‘বৃহত্তর সিলেটের ৭০টি খাসিয়া পুঞ্জির মধ্যে হবিগঞ্জের আলীয়াছড়া ও জাফলং এলাকার নকশিয়ার পুঞ্জিতে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া আর কোনও সরকারি বিদ্যালয় নেই। তবে খাসিয়াদের চাঁদায় পরিচালিত হচ্ছে কয়েকটি কমিউনিটি বিদ্যালয়। এসব কমিউনিটি বিদ্যালয়ে নিজস্ব ভাষা চর্চার চেষ্টা চলছে।’

কমলগঞ্জের মহারাজ গম্বীর সিংহ মোমোরিয়াল অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ফাল্গুনী সিংহ বলেন, ‘স্কুল বা ভাষা শিক্ষার প্রতিষ্ঠান, মাতৃভাষা চর্চাকেন্দ্র এবং সরকারি পৃষ্ঠপোষকতা না থাকার কারণে মণিপুরীসহ অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা হারিয়ে যাচ্ছে। এসব ভাষা বাঁচিয়ে রাখার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা উচিত।’

কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের প্রাক্তন প্রধান শিক্ষক অপূর্ব নারায়ণ বলেন, ‘বৃহত্তর সিলেট অঞ্চলের চা বাগানে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। এদের মধ্যে অধিকাংশই এখন বাংলা ভাষায় কথা বলেন। নিজস্ব মাতৃভাষার ব্যবহার কমে গেছে।’ তিনি আরও বলেন, ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাতৃভাষা রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। প্রাথমিক শিক্ষায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ণমালার পরিচিতি এবং আধুনিক প্রযুক্তিতে সংযুক্ত করার মাধ্যমে এসব বর্ণ এবং লিপি বাঁচিয়ে রাখা সম্ভব।’

 

/এসএসএ/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!