X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘আগামী বর্ষায় ঝুঁকিতে দুই লাখ রোহিঙ্গা’

কক্সবাজার প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৬

রোহিঙ্গা বিষয়ে ‘আইএসসিজি’র সংবাদ সম্মেলন আসন্ন বর্ষা মৌসুমে দুই লাখ রোহিঙ্গা চরম ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম। তিনি বলেন,‘ এ অবস্থায় রোহিঙ্গাদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ঘূর্ণিঝড় ও সাইক্লোনের ক্ষতি এড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।’

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলে ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ ‘আইএসসিজি’র উদ্যোগে সাম্প্রতিক রোহিঙ্গা শরণার্থী রেসপন্স-এর ছয় মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আরও বলেন, ‘উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সরকার নির্ধারিত তিন হাজার একর জমি ছাড়াও ক্যাম্পের আয়তন বাড়ানোর জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। ফলে ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা বসতিগুলো সরিয়ে সেখানে পুনঃস্থাপন করা হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে ৩৬ হাজারের বেশি রোহিঙ্গা শিশু এতিম হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে প্রায় আট হাজারের কাছাকাছি শিশু মা-বাবা দুজনকেই হারিয়েছে। আমরা শুরুতেই এই শিশুদের জন্য কাজ করেছি এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হতে দেইনি। যে কারণে আমরা আলাদা কোনও এতিমখানা করতে দেইনি। এ ক্ষেত্রে ক্যাম্পের মাঝিদের সঙ্গে আলোচনা করে ওই এতিম শিশুদের নিকট আত্মীয়ের কাছে রেখে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। আর এসব এতিম শিশুদের দায়িত্ব যাদের দিয়েছি তাদেরও বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে।’

উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে ৯ লাখ ৮ হাজার রোহিঙ্গা অবস্থানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বায়োমেট্রিক পদ্ধতিতে তাদের নিবন্ধন একটি বড় বিষয় ছিল। আমরা পাসপোর্ট অধিদফতরের মাধ্যমে সেটি এখন করতে পেরেছি। যদিও নিবন্ধন করতে গিয়ে এ সংখ্যা ১০ লাখ ৭৫ হাজারের কাছাকাছি দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে আগে আসা রোহিঙ্গাদের মধ্যে একটি অংশ নিবন্ধনের আওতায় আসায় এই সংখ্যা বেড়ে গেছে। এ ছাড়াও আগে আসা আরও  প্রায় সাড়ে তিন লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে অবস্থান করছে। আমরা তাদেরও নিবন্ধনের আওতায় আনার চেষ্টা করছি। পাশাপাশি ‘ইউএনসিআর’ এর তত্ত্বাবধানে পরিবার ভিত্তিক একটি তালিকা তৈরি করা হয়েছে। সেখানে রোহিঙ্গার সংখ্যা ৮ লাখ ২৫ হাজারের মতো। এর কারণ হচ্ছে বাইরে স্থানীয় জনগোষ্টির সঙ্গে যেসব রোহিঙ্গা রয়েছে তাদের তালিকায় আনা সম্ভব হয়নি।’

তিনি বলেন, নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর এই বিশাল জনগোষ্ঠির আশ্রয় দিতে প্রথমে আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ হাজার শেল্টার নির্মাণ করা। কিন্তু, আশ্রয় প্রার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় এ পর্যন্ত এক লাখ ৯৫ হাজার শেল্টার নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে আরও পাঁচ হাজার শেল্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ শেল্টারের মান যাই হোক রোহিঙ্গাদের মাথার ওপর অন্তত ছাউনি দেওয়ার ব্যবস্থা করেছে সরকার।

এ সময় উপস্থিত ছিলেন, ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ ‘আইএসসিজি’র সিনিয়র কো-অর্ডিনেটর সুমবুল রিজভীসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার লোকজন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না