X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

কোটা সংস্কারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৬

কোটা সংস্কারের দাবিতে রাবিতে মানববন্ধন সরকারি চাকরিতে কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি)১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে  শহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।

‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কোটা পদ্ধতির সংস্কার চাই’ শিরোনামে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানায়। দাবিগুলো হলো-কোটা সংস্কার করে ৫৬ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা, কোটায় যোগ্য প্রার্থী না পেলে শূন্য পদগুলোতে মেধায় নিয়োগ দেওয়া, চাকরির পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার বাতিল, কোটায় বিশেষ নিয়োগ পরীক্ষা বাতিল এবং চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ করা।

কোটা সংস্কারের দাবিতে রাবিতে মানববন্ধন মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সালাহউদ্দিন সায়েম বলেন, ‘১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের জন্য ত্রিশ ভাগ এবং নারীদের জন্য দশ ভাগ কোটা ব্যবস্থা চালু করেন। এরপর ১৯৯৭ সালে বিরোধী দল আগামী দশ বছরের মধ্যে কোটারীতি সংস্কারের ঘোষণ দিলেও এখনও তা বাস্তবায়ন করেননি। বর্তমানে দেশের অধিকাংশ মানুষের দাবি কোটা পদ্ধতি সংস্কার করা। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়েও এ দাবির সঙ্গে একাত্বতা প্রকাশ করছি। কোটা পদ্ধতি সংস্কার না করলে জাতির বৃহৎ একটি অংশ অবহেলিত হবে।’

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাসুদ মুন্নাফ বলেন, ‘কোটা সংস্কার না হওয়ায় রাষ্ট্র সুযোগ্য জনবল থেকে বঞ্চিত হচ্ছে ও দেশের সার্বিক উন্নয়ন ব্যহত হচ্ছে। ৫৬ ভাগ কোটা সকল শিক্ষিত বেকার যুবকের অনিশ্চিত ভবিষ্যতের প্রতীক। আমাদের পাশের দেশ ভারতে প্রতিবছরই কোটা সংস্কার করে। ভারত অনেক বড় রাষ্ট্র হওয়ার পরও সেখানে ১০ ভাগ কোটা ব্যবস্থা রয়েছে।’

কোটা সংস্কারের দাবিতে রাবিতে মানববন্ধন মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুচিতা রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী গোলাম মোরশেদ, ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী মমিনুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোমিন, ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইন্দ্রজিৎ কুমার, প্রাণরসায়ন  ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার সন্তান খাদিজা ইসলাম প্রমুখ।

মানববন্ধন শেষে দুপুর ১২টার দিকে একটি মৌন মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এছাড়া, আগামী ৪ মার্চ একই দাবিতে আবারও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি একই দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করে।

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১২ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১২ জনের
মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান ইরাকি নেতার
মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান ইরাকি নেতার
ইরানের হামলার জবাব দেওয়া হবে, ইসরায়েলের মন্ত্রিসভার সিদ্ধান্ত
ইরানের হামলার জবাব দেওয়া হবে, ইসরায়েলের মন্ত্রিসভার সিদ্ধান্ত
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
বান্দরবা‌নে বম পাড়া জনশূ‌ন্য, অন্যদিকে উৎসব
বান্দরবা‌নে বম পাড়া জনশূ‌ন্য, অন্যদিকে উৎসব
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!