X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দেশ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি দশ দিন ধরে নিখোঁজ

মানিকগঞ্জ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৩

দেশ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি এম. ওবায়দুর রহমান।

দেশ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি এম. ওবায়দুর রহমান (৪৮) দশ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশ কৃষক সমিতির মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলা শাখার সঙ্গে জড়িত ছিলেন। নিখোঁজ সাংবাদিক ঘিওর উপজেলার কাহেতারা গ্রামের তামেজ উদ্দিনের ছেলে।

বাংলাদেশ কৃষক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মো. লাবিবউদ্দিন আহম্মেদ লাবু ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম  রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এম.এ ওবায়দুর রহমানের নিখোঁজের বিষয়টি  নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, খুলনায় বাংলাদেশ কৃষক সমিতির জাতীয় সম্মেলনে যোগ দিয়ে ফেরার পথে ১৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে যশোরের মনিবার সিনেমা হল এলাকার একটি পেট্রোল পাম্প এলাকায় খাদ্য বিরতির সময় থেকে তিনি নিখোঁজ।

নিখোঁজ সাংবাদিক এম.এ ওবায়দুর রহমানের স্ত্রী স্থানীয় স্কুল শিক্ষিকা সখিনা সুলতানা রানু ও নিখোঁজের বিষয়টি স্বীকার করে জানান, ‘তার স্বামীর সঙ্গে সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে কথা হয়েছে। এরপর থেকে তাকে কোথায়ও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তার স্বামীর মৃগী রোগ রয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে ঘিওর থানায় একটি জিডি করতে গেলে পুলিশ তাদের ঘটনাস্থল যশোর হওয়ায় সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেয়। আগামীকাল (সোমবার) যশোরে সাধারণ ডায়েরি করতে এম. এ ওবায়দুর রহমানের খালাতো ভাই আনিস যাচ্ছেন বলে তিনি জানান।
বাংলাদেশ কৃষক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মো. লাবিবউদ্দিন আহম্মেদ লাবু ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম   স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তাদের দলের সদস্য এম. ওবায়দুর রহমান সাংবাদিকতার সঙ্গে জড়িত আছেন। তিনি বাংলাদেশ কৃষক সমিতির জাতীয় সম্মেলনের জন্য ১৪ ফেব্রুয়ারি মানিকগঞ্জ বিজয় মেলার মাঠ থেকে অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে বাসে করে খুলনা যান। প্রেস বিজ্ঞপ্তিতে তারা এম.ওবায়দুর রহমান নিওরোলজি সংক্রান্ত রোগে ভুগছিলেন বলে উল্লেখ্য করেন।

আরও পড়ুন: কামারখন্দে অপহরণের পর ধর্ষণ, চার যুবক আটক


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে তিনদিনের হিট এলার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিনদিনের হিট এলার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী