X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লা সরকারি কলেজে ছাত্রলীগের হামলা, শিক্ষকসহ আহত ৫

কুমিল্লা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ০২:৫৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩৪

কুমিল্লা ফরম পূরণ নিয়ে বাকবিতণ্ডার জের ধরে কুমিল্লা সরকারি কলেজে ছাত্রলীগের নেতাদের হামলায় শিক্ষকসহ পাঁচ জন আহত হয়েছেন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ দ্বিতীয় বর্ষের ফরম পূরণের জন্য শিক্ষার্থী ইকরাম উদ্দিন ভূঁইয়া কুমিল্লা সরকারি কলেজে যায়। ওই কলেজে অধ্যক্ষের কার্যালয় ভবনের ৩য় তলার ৩০৮ নং কক্ষে শিক্ষার্থীদের লাইন ছিল। লাইনে দাঁড়ানো নিয়ে কলেজের ছাত্রলীগ নেতা শরিফুল ইসলামের সঙ্গে ইকরাম উদ্দিন ভূঁইয়ার বাকবিতণ্ডা হয়। পরে শরীফ,ছোট ফয়সাল, সম্পদ তাদের সহযোগীদের নিয়ে ইকরামের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ সময় কলেজের শিক্ষক এবং স্টাফরা ইকরামকে রক্ষার্থে এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সফিউল্লাহ, গেটম্যান ইয়াছিন, কলেজ অধ্যক্ষের গাড়িচালক মাছুমসহ পাঁচ জন আহত হয়। পুলিশ রক্তাক্ত অবস্থায় ইকরামকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগম জানান, বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়। পরে পুলিশ আহত শিক্ষার্থী ইকরামকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নুরুল ইসলাম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কলেজের সিসি ক্যামেরার ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারী যেই হোক না কোন তাকে ছাড় দেওয়া হবে না।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা