X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চালকের অসাবধানতাতেই পলাশবাড়ীতে দুর্ঘটনা

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা
১১ মার্চ ২০১৮, ১১:০৬আপডেট : ১১ মার্চ ২০১৮, ১২:০৮

রাস্তায় যানজট ছিল না, সড়কের অবস্থাও ভালো। তারপরও পৃথক দুই সড়ক দুর্ঘটনায় শনিবার (১০ মার্চ) গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ১১ ব্যক্তি নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ হিসেবে চালকের অসাবধানতাকেই দায়ী করা হয়েছে এলাকাবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে।

পলাশবাড়ীর জুনদহে ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘ঘুমের ঘোরে চালক বেপরোয়া গতিতে ট্রাক চালাচ্ছিলেন। এ কারণে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে যায় ট্রাকটি। তাছাড়া দুর্ঘটনার সময় মহাসড়কে কোনও যানজট ছিল না। এমনকি যে এলাকায় ঘটনা ঘটেছে সেখানকার সড়কের অবস্থাও ভালো। তাই প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য পর্যালোচনা করে বোঝা যায়, দুর্ঘটনার জন্য চালকই দায়ী।’ এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার জুনদহে রড-সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আরও ৪ জন। উভয় ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরা সবাই পেশায় শ্রমিক। এই দুই ঘটনায় কমপক্ষে আরও ৩০ জন আহত হয়েছেন। শনিবারের (১০ মার্চ) এই পৃথক দুই দুর্ঘটনার জন্য চালকের অসাবধানতাকেই দায়ী করেছে হাইওয়ে থানা পুলিশ।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার আরও বলেন, ‘ট্রাকে রড-সিমেন্ট থাকা সত্ত্বেও ৩০ জনেরও বেশি শ্রমিককে ট্রাকের ওপরে তোলেন চালক। স্থানীয়রা জানিয়েছেন, চালক ঘুম ঘুম ভাব নিয়ে ট্রাকটি চালাচ্ছিলেন। এ সময় ট্রাকটি দ্রুতগতিতে চলছিল। গতি নিয়ন্ত্রণ করতে না পারায় ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকের রড-সিমেন্টের নিচে চাপা পড়ে মারা যান শ্রমিকরা।’

পলাশবাড়ীর দক্ষিণ বাসস্টান্ড এলাকায় বাসের ধাক্কায় নিহত ৪ শ্রমিক

পুলিশ জানায়, দুর্ঘটনায় নিহত ১১ জনের পরিচয় পাওয়া গেছে। ট্রাক উল্টে নিহত ও আহতদের বাড়ি নীলফামারী ও পঞ্চগড় জেলায়। তাদের অধিকাংশই ঢাকার বিভিন্ন এলাকায় শ্রমিক ও বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। বাড়ি আসার জন্য ঢাকা থেকে বগুড়া পর্যন্ত বাসে আসেন তারা। বাস তাদের বগুড়ায় নামিয়ে দিলে কম ভাড়ায় ট্রাকে ওঠেন তারা।

ট্রাক উল্টে নিহতরা হলেন নীলফামারী সদরের সাংগারপাড়ার রেজিয়া আকতার, একই এলাকার মারুফা বেগম, ফকিরপাড়ার মোতাহার, কিশোরগঞ্জের উত্তরসিংহের ফরহাদ, ডোমার বেতগাড়ীর মফিজুল ইসলাম, সেউজগাড়ীর সাজা মিয়া ও পঞ্চগড়ের দেবিগঞ্জ সোনাহারের রশিদুল ইসলাম। এছাড়া বাসের ধাক্কায় নিহত চার নির্মাণ শ্রমিক হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের জাকির হোসেন, শিবপুর গ্রামের খশরু মিয়া ও রাজু মিয়া এবং শালমারা গ্রামের নাজমুল। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘লাশ উদ্ধারের পর পরিচয় মিলেছে নিহতদের। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থাকায় মামলা হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।’

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আমিরুল ইসলাম বলেন, ‘আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ দুর্ঘটনার জন্য চালকই দায়ী। চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনা ঘটেছে।’

এদিকে দুর্ঘটনায় নিহত ১১ জনের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।

এ সংক্রান্ত সংবাদ :  গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১




/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী