X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নেপালের হতভাগ্য ১১ মেডিক্যাল শিক্ষার্থী!

সিলেট প্রতিনিধি
১৩ মার্চ ২০১৮, ১৮:৪৩আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৯:০৯

নেপালের নিখোঁজ ১১ শিক্ষার্থী দেড় মাস ধরে ফাইনাল পরীক্ষার পর দুই মাসের ছুটি। পরীক্ষা শেষের পরদিনই তাই বাক্স-পেটরা গুছিয়ে সিলেট থেকে সোজা ঢাকায়। ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ড্যাশ-৮-কিউ ৪০০ বিমানে কাঠমান্ডুর পথে। কিন্তু জানা ছিল না, দেশে পৌঁছালেও আর বাড়ি ফিরতে পারবেন না তারা। উড়োজাহাজটি ওই বিমানবন্দরে নামার সময়ে রানওয়েতে আগুন ধরে যাওয়ায় আর সব যাত্রীর সঙ্গে দুর্ঘটনা কবলিত হন তারাও। এরা সবাই সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের শিক্ষার্থী। এ মেডিক্যাল কলেজের ১৩ শিক্ষার্থীর মধ্যে মাত্র দুই জনের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। বাকি ১১ জনের কোনও খোঁজ নেই এখনও। ধারণা করা হচ্ছে তাঁরা আর বেঁচে নেই।

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৭ যাত্রী ও চার ক্রুকে নিয়ে সোমবার (১২ মার্চ) বিধ্বস্ত হয় ইউএস বাংলা এয়ারলাইন্সের ওই বিমানটি। যাত্রীদের মধ্যে ছিলেন নেপালি ১৩ শিক্ষার্থীও। উড়োজাহাজে চার ক্রুসহ বাংলাদেশি নাগরিক ছিলেন ৩৬ জন, ৩৩ ছিলেন নেপালি। মালদ্বীপ ও চীনেরও একজন করে আরোহী ছিলেন। এখন পর্যন্ত দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটির ৫০ আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে চার ক্রু সহ ২৬ বাংলাদেশি রয়েছেন। আর নিহতদের মধ্যে ২২ জন হচ্ছে নেপালি। তবে নেপালি ১১ শিক্ষার্থীর অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।  

বিধ্বস্ত বিমানের যাত্রীদের মধ্যে রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের যে ১৩ শিক্ষার্থী ছিলেন তারা হলেন- সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্নিমা লোহানি, শোয়েতা থাপা, মিলি মহারজন, সারুনা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চারু বারাল, শামিরা বেনজারখার, আশনা শাকিয়া ও প্রিঞ্চি ধনি। এর মধ্যে কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রিন্সি ধামী ও সামিনা বায়জানকার। বেঁচে যাওয়া দুই নেপালি শিক্ষার্থী প্রিন্সি ধামী ও সামিনা বায়জানকার

জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আবেদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজে প্রায় আড়াইশ নেপালী শিক্ষার্থী রয়েছেন। ১৯ তম ব্যাচের ১৩ শিক্ষার্থী ছিলেন ওই বিমানে। ১ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত তাদের ফাইনাল পরীক্ষা ছিল। সেই পরীক্ষা দিয়ে দুই মাসের ছুটিতে সবাই নেপালে যায়। এখন পর্যন্ত আমরা দুই জনের খবর পেয়েছি। জীবিত দুই শিক্ষার্থী হলেন প্রিন্সি ধামী ও সামিনা বায়জানকার। এর মধ্যে প্রিন্সির অবস্থা সংকটাপন্ন। সামিনার অবস্থা তুলনামূলক ভালো।  বাকিরা বেঁচে নেই বলে আমাদের আশঙ্কা হচ্ছে। তবে আমরা নিশ্চিত হতে চাই। বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ, যেন নিহতদের সবার নাম-পরিচয় ছবিসহ প্রকাশ করা হয়।’ তিনি আরও বলেন, ‘যদি সহযোগিতা চাওয়া হয় তাহলে আমরা নেপালে যেতে রাজি আছি।’

অধ্যাপক আবেদ হোসেন আরও বলেন, ‘এই ঘটনায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই শোকাহত। আমরা কলেজের পক্ষ থেকে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছি। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ক্লাস পরীক্ষা বন্ধ আছে। তিনদিন কলেজের পতাকা অর্ধনিমিত রাখা হবে ও কালো ব্যাজ ধারণ করা হবে।’

রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের ১৮ তম ব্যাচের নেপালি শিক্ষার্থী সত্যেন্দ্র চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ১১ জনের ব্যাপারে কোনও খবরই পাচ্ছি না। এই ঘটনায় আমরা খুবই মর্মাহত। কলেজের মাধ্যমে যতটুকু খবর পেয়েছি ততটুকুই শুধু জানা। এর বাইরে কোনও খবরই নেই। এর বাইরে এখন আর কিছুই ভাবতে পারছি না।’

মেডিক্যাল কলেজের উপপরিচালক আরমান আহমেদ শিপলু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দুই শিক্ষার্থী এখন হাসপাতালে। বাকিদের বিষয়ে কোনও খবর নেই। ধারণা করা হচ্ছে তারা আর বেঁচে নেই। আমাদের বিশাল সম্পদ আমরা হারিয়েছি। নেপালি এই শিক্ষার্থীদের মধ্যে চারজন পড়াশোনা শেষে বাংলাদেশে থেকে যেতে চেয়েছিল। এ ব্যাপারে সহযোগিতা চেয়েছিল তারা। ভাবতে পারছি না তারা আর ফিরবে না।’  

এই ১৩ শিক্ষার্থীর স্মরণে তিন দিনের শোক কর্মসূচি পালিত হচ্ছে রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজে।  মঙ্গলবার (১৩ মার্চ) কর্মসূচির প্রথম দিন কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। এছাড়া, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন। পাশাপাশি কলেজের পতাকা অর্ধনমিত রাখা হয়।

আরও পড়ুন- 

কাঠমান্ডু যাবেন বিমানমন্ত্রী

ড্যাশ-৮ বিমানের যত দুর্ঘটনা

বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার

১৪ বাংলাদেশিকে জীবিত উদ্ধার

ফেসবুকজুড়ে স্বজনদের আহাজারি

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম

নেপালের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার ফোন

ইউএস বাংলার ওই ফ্লাইটে যাত্রী ছিলেন যারা

ছবিতে কাঠমুন্ডুর ইউএস বাংলার বিমান দুর্ঘটনা

তথ্য দিতে আরও ঘণ্টাখানেক লাগবে: বিমানমন্ত্রী

কাঠমান্ডুতে বিধ্বস্ত বিমানে ছিলেন খুলনার আলিফ

বিধ্বস্ত বিমানে গাজীপুরের একই পরিবারের পাঁচজন

বিধ্বস্ত বিমানের বাংলাদেশি আরোহী ৩২, নেপালি ৩৩

৬৭ যাত্রী নিয়ে ইউএস-বাংলার বিমান নেপালে বিধ্বস্ত

সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

বিধ্বস্ত বিমানের সব যাত্রী বীমা সুবিধা পাবেন: ত্রাণমন্ত্রী

চিকিৎসক দল পাঠানো হবে নেপালে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বেঁচে যাওয়া নেপালি

সংবাদ সম্মেলনে যা জানালো ইউএস বাংলা এয়ারলাইন্স

ফ্লাইটে ছিলেন বৈশাখী টিভির প্রতিবেদক ফয়সাল আহমেদ

ইউএস বাংলার বিমান বিধ্বস্তে নিহত অন্তত ৫০, নিখোঁজ ৯

নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
নিখোঁজ বিলকিস ও তার স্বামীকে খুঁজতে কাঠমান্ডু যাবেন ভাই

ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত যা জানা গেছে
নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযানের ভিডিও

নেপালে বিধ্বস্ত বিমানে ছিলেন রাগীব রাবেয়া মেডিক্যালের ১৩ শিক্ষার্থী
‘বাংলাদেশি আহতদের সঙ্গে কথা বলেছি, নিহতদের শনাক্তে কাজ করছি’

বিধ্বস্ত উড়োজাহাজে থাকা যাত্রীদের তথ্য পেতে ইউএস বাংলার হটলাইন

কাঠমান্ডু যাচ্ছেন ইউএস বাংলা ও সিভিল এভিয়েশেনের কর্মকর্তারা

নেপালি ১৩ শিক্ষার্থীর স্মরণে রাগীব রাবেয়া মেডিক্যালে তিন দিনের শোক

দুর্ঘটনা নিয়ে পরস্পরকে দোষারোপ ইউএস বাংলা ও বিমানবন্দর কর্তৃপক্ষের

অবতরণের আগে কন্ট্রোল রুম থেকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছিল: ইউএস বাংলার সিইও





/এআর/এফএস/টিএন/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস