X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বরিশাল-বরগুনা রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

বরিশাল ও বরগুনা প্রতিনিধি
১৪ মার্চ ২০১৮, ১০:০৭আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১২:২৮

বরিশাল-বরগুনা রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু বরগুনা-বরিশাল ও কুয়াকাটা-বরিশাল মহাসড়কে অবৈধ বাস মালিক সমিতির চাঁদাবাজি, বাস চলাচলে বাধা ও মহাসড়কে হাইকোর্টের রায় অনুযায়ী থ্রি হুইলার বন্ধের দাবিতে বরিশাল-বরগুনাসহ ১৭টি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বরিশাল বিভাগীয় বাস মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের ডাকে বুধবার (১৪ মার্চ) সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়। এ কারণে বুধবার সকাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বরিশাল বিভাগীয় বাস মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের ডাকে বরগুনা থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোর, বেনাপোল ও অভ্যন্তরীণ মোট ১৭টি রুটে পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু বলেন, ‘বরগুনা সুবিদখালী হয়ে বরিশাল যাওয়ার রাস্তাটিতে অবৈধ মালিক ও শ্রমিক ইউনিয়নের নামে চাঁদাবাজি চলে। তারা ইচ্ছেমতো বাস আটকিয়ে রাখে। বাস শ্রমিকদের মারধর এবং একই সঙ্গে বাস ভাঙচুর করে। যাতে যাত্রীদের হয়রানির শিকার হতে হয়। আমরা এ থেকে পরিত্রাণ পেতে চাই।’

বরগুনা জেলা বাস মালিক সমিতির সভাপতি ও মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের জেলা সভাপতি গোলাম মোস্তফা কিসলু বলেন, ‘কয়েকটি বিষয় নিয়ে দফায় দফায় প্রশাসনকে অনুরোধ করার পরেও ব্যবস্থা না নেওয়ায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের দাবি আদায় না হওয়া পর্যন্ত দূরপাল্লার পরিবহনের পাশাপাশি জেলার অভ্যন্তরীণ সব রুটে অবরোধ চলবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যাত্রীদের সেবার জন্যই ব্যবসা করি। এভাবে ধর্মঘট দিতে চাই না। তবে মহাসড়কে থ্রি হুইলার বন্ধে প্রশাসন যত দ্রুত হাইকোর্টের রায় বাস্তবায়ন ও বরগুনা-সুবিদখালী-বরিশাল সড়কে চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধ করবে, তত দ্রুত যাত্রীসেবায় পরিবহন চলবে।’ বরিশাল-বরগুনা রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু
এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান বলেন, ‘পরিবহন ধর্মঘট বিভাগীয়ভাবে চলছে। আমরা যাত্রীসেবায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করার জন্য দ্রুত সিদ্ধান্ত নিতে পারবো বলে আশা করি।’

এর আগে সোমবার (১২ মার্চ) দুপুরে রুট পারমিটের শর্ত ভেঙে ঝালকাঠি বাস মালিক সমিতি বেআইনিভাবে মহাসড়কের পাশে অননুমোদিত বাস টার্মিনাল তৈরি করে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ এবং মির্জাগঞ্জ উপজেলায় বাসে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে বরিশাল-পটুয়াখালী-বরগুনা মালিক সমন্বয় পরিষদ।

এ সময় বরিশাল থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৭ রুটে বাস ধর্মঘটের ঘোষণা দেন বাস সমিতির নেতারা। বরিশাল বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান শাহিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ অনেকে।

এ সময় বক্তারা বলেছিলেন, ‘ঝালকাঠি মালিক সমিতি কুয়াকাটাসহ ১১টি রুটে তাদের বাস চালাতে চায়, যা সম্পূর্ণ অবৈধ। তারা ৩ জানুয়ারি থেকে বরিশালের বাস ঝালকাঠির ওপর দিয়ে সরাসরি চলতে দিচ্ছেন না। এতে যাত্রীদের চরম ভোগান্তি হচ্ছে।’

এই অচলাবস্থার সমাধান না হওয়ায় বুধবার থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৭টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয় সমিতির নেতারা।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়