X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর বাংলার মাটিতে ষড়যন্ত্র করে কোনও লাভ নেই: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ মার্চ ২০১৮, ২০:৪২আপডেট : ১৪ মার্চ ২০১৮, ২০:৪২

সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গবন্ধুর বাংলার মাটিতে ষড়যন্ত্র করে কোনও লাভ হবে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নির্বাচনকে সামনে রেখে ওরা (বিএনপি) ষড়যন্ত্র করছে, করবে। কিন্তু নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে, নির্বাচনকালীন সরকার প্রধানও থাকবেন শেখ হাসিনা। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এর বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই। সামনে নির্বাচন। নির্বাচন নামক খেলা মাঠেই হবে। আর খেলেই জিততে চাই। যারা ফাউল করবেন নির্বাচন কমিশন তাদের লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে।’

বুধবার (১৪ মার্চ) বিকেলে  ১০ শয্যা বিশিষ্ট আমিনা মনসুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন শেষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গায় স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর প্রায় সাড়ে তিনশ’ কোটি টাকা ব্যয় এই মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ করেছে।

জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন সাবেক এমপি তানভীর শাকিল জয়, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ার, এইচইডি’র প্রধান প্রকৌশলীর ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, এইচইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান মোল্লা, নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য।

এর আগে এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে শুভগাছা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও এলজিইডি বাস্তবায়িত চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। 

এসময় তিনি স্বাস্থ্যখাতসহ দেশের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরে বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলে দেশের চলমান উন্নয়ন বন্ধ হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে অন্ধকার বাংলাদেশকে আলোকিত করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গি দমন করেছেন। অদম্য সাহস নিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করেছেন। সেই স্বপ্নের সেতু এখন সূর্যের আলোর মতো দৃশ্যমান হয়েছে।’

জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘চলমান উন্নয়ন, দেশের শান্তি ও স্থিতিশীলতা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।’  এ জন্য তার নির্বাচনী এলাকা কাজীপুরসহ দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানান।

আরও পড়ুন: সিলেটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!