X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগন্জে ৪ অপহরণকারী আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ০০:৪৫আপডেট : ১৫ মার্চ ২০১৮, ০০:৪৫

পুলিশের হাতে আটক ৪ অপহরণকারী

মুন্সীগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ এলাকা থেকে ৪ অপহরণকারীকে আটক করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে জেলা সদর থানা অপহরণকারীদের আটক করে। এসময় অপহৃত গোপাল মণ্ডলকে উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো- আব্দুল রব (৩৫), আমির হোসেন (৪০), সুমন মিয়া (২২) ও মঞ্জিল (৩৫)।

এ ব্যাপারে এসআই ইলিয়াস জানান, বুধবার ভোরে বরিশাল থেকে ঢাকাগামী এক লঞ্চ থেকে গোপাল মণ্ডল নামে এক যাত্রীকে নামিয়ে হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় নিয়ে যায় অপহরণকারীরা। এরপর সেখানে মঞ্জিল নামের এক ব্যক্তির রান্নাঘরে তালাবদ্ধ করে রাখে এবং পঞ্চাশ হাজার টাকা দাবি করে গোপাল মণ্ডলের বাড়িতে ফোন দেয়। পরবর্তীতে গোপাল মণ্ডলের পরিবার ঢাকা পুলিশ হেড কোয়ার্টারে যোগাযোগ করে। পুলিশ হেড কোয়ার্টার মুন্সীগঞ্জ সদর থানাকে বিষয়টি অবগত করে। 

এরপর এএসআই তানিয়া অপহৃত ব্যক্তির বোন সেজে অপহরণকারীদের ফোন দেয়। অপহরণকারীরা তানিয়াকে হাটলক্ষ্মীগঞ্জ এলাকার মুন্সীগঞ্জ রেস্তোরাঁয় আসতে বলে। তানিয়া সেখানে যাওয়ার পর টাকা গণনার একপর্যায়ে পুলিশের টিম তাদের ঘেরাও করে এবং তিন অপহরণকারীকে আটক করে। তাদের তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আরও একজনকে আটক করা হয়। এসময় অপহরণকারী মঞ্জিলের বাড়ির রান্নাঘর থেকে গোপাল চন্দ্র মণ্ডলকে উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, লঞ্চ যাত্রী অপহরণের বিষয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং রয়েছে। পুলিশ সুপার মহোদয় বিস্তারিত জানাবেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা