X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বাগেরহাট প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ১৫:১৪আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৫:১৫

বাগেরহাট বাগেরহাটের মোল্লাহাটে স্ত্রী সুমাইয়া আক্তার নিরমাকে (২৩)  পিটিয়ে হত্যার পর আত্মহত্যা করেছে স্বামী ইমরান বিশ্বাস (২৭) । বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে ইমরান। এর আগে বুধবার রাতে স্ত্রী সুমাইয়াকে পিটিয়ে হত্যা করে সে।মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত সুমাইয়া মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের সরোষপুর গ্রামের আবুবকর শেখের মেয়ে এবং ইমরান একই গ্রামের জাফর বিশ্বাসের ছেলে। ইমরান একজন দিনমুজুর।

নিহত সুমাইয়ার চাচী হেনা বেগম জানান, সাত মাস আগে একই গ্রামের ইমরানের সঙ্গে পারিবারিকভাবে সুমাইয়ার বিয়ে হয়। বুধবার বিকালে মেয়ে সুমাইয়া স্বামীসহ নিজের বাবার বাড়ি থেকে ইমরানের বাড়ি যায়। এদিনই রাত ১১টার দিকে সুমাইয়ার মৃত্যুর খবর শুনে আমরা ইমরানের বাড়িতে যাই। তখন ইমরান বাড়িতে ছিল।  ইমরানের সঙ্গে সুমাইয়ার কোনরকম ঝগড়া ছিল না। তবে বিয়ের সময় ইমরানকে একটি ভ্যান গাড়ি দেয়ার কথা ছিল। সেটা দিতে বিলম্ব হওয়ায় ইমরান সুমাইয়াকে হত্যা করতে পারে।

তিনি আরও জানান,  বৃহস্পতিবার সকালে পুলিশ আসার খবর শুনে ইমরান ঘরে গিয়ে নিজেই আত্মহত্যা করে ।

ওসি জানান, বুধবার সন্ধ্যায় ইমরান পারিবারিক কলহের জেরে তার স্ত্রী সুমাইয়া আক্তারকে মারধোর করে। এতে সুমাইয়া অসুস্থ হয়ে পড়লে তাকে পার্শ্ববর্তী গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যা কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।  কিন্তু ইমরান তাকে খুলনায় না নিয়ে বাড়িতে নিয়ে আসলে ফেরার পথে তার মৃত্যু হয়।  স্ত্রীর মৃত্যু হওয়ায় স্বামী ইমরান বৃহষ্পতিবার সকালে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করে।

তিনি আরও বলেন, ওই দম্পতির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত গৃহবধূর গলায়, ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।  দুই পরিবারের কেউ কোনও অভিযোগ করেনি। থানায় সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া