X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ছাত্রলীগ নেতা শাওন হত্যার ঘটনায় পুলিশের মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ১৮:৩৪আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৮:৩৪

নিহত আশফাক আল রাফী শাওন

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফী শাওন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মার্চ) কোতোয়ালি মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় পুলিশ তিন জনকে গ্রেফতার দেখিয়েছে।

গ্রেফতারকৃত তিন জন হলো- মৃত্যুঞ্জয় রোডের সঞ্জয় দত্ত (২৬), আকুয়ার চৌরঙ্গী মোড়ের এস এম আরিফুল হক (২৭) ও ভাটিকাশর এলাকার আমিনুল ইসলাম হিমেল (২৭)। তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালে ময়মনসিংহের ১ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম রাজীবুল হাসান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত আগামী ১৮ মার্চ শুনানির দিন ধার্য করে। একই সঙ্গে পুলিশ কবর থেকে শাওনের লাশ উত্তোলনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে নগরীর গোলপুকুর পাড় এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফী শাওন। সন্ত্রাসীরা শাওনের পেটে ২টি গুলি করে হত্যা নিশ্চিত করে বলে জানায় তার পরিবার। এই ঘটনায় শাওনের পরিবার কোনও মামলা না করায় ঘটনার ১৯ দিনের মাথায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, পরিবারের সঙ্গে কথা বলে আদালতের নির্দেশনা অনুযায়ী কবর থেকে শাওনের লাশ উত্তোলন করে ময়না তদন্ত করা হবে। এদিকে শাওন হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রেলওয়ে স্টেশনের স্থানীয় কৃষ্ণচূড়া চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। 

আরও পড়ুন: আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে ফয়জুরের বাবা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?