X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

লুট হওয়া গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: চট্টগ্রামে ফখরুল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ মার্চ ২০১৮, ২১:৩৭আপডেট : ১৫ মার্চ ২০১৮, ২৩:৪৮

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল

দেশের মানুষের অধিকার লুট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছিলাম, মুক্তিযুদ্ধ করেছিলাম, বুকের রক্ত ঢেলে দিয়েছিলাম; সেই গণতন্ত্র আজ লুট হয়ে গেছে। এ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।’

বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকালে নগরীর কাজির দেউরির নুর আহম্মদ সড়কে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। অনুষ্ঠানে মির্জা ফখরুল প্রধান অতিথি ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘এক দেশে দুই নীতি চলছে। আজকে যারা জোর করে ক্ষমতায় বসে আছে, তাদের নেত্রী হেলিকপ্টারে চড়ে সারাদেশে সমাবেশ করে বেড়াচ্ছেন। অথচ আমাদের সমাবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে না। আমাদের সব অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। খুলনায় সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। এখানেও সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি প্রথমে। পরে অনুমতি দেওয়া হয় গতকাল গভীর রাতে।’

পুলিশি হেফাজতে মৃত্যুবরণকারী যুবদল কর্মী জাকির হোসেন মিলনের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘আমি গতকাল টঙ্গীতে তার (মিলনের) বাড়িতে গিয়েছিলাম। তার বাবা বেঁচে নেই। মা বেঁচে আছেন। তার স্ত্রী আছে, দুটো মেয়ে আছে। বড় মেয়েটা ক্লাস ফোরে পড়ে। সে বোবা, কথা বলতে পারে না। ছোট মেয়েটার বয়স দুই বছর, ফুলের মতো দেখতে। সে আমাদের সবার দিকে তাকিয়ে আছে, আমাদের মাঝে তার বাবাকে খুঁজছে। কিন্তু তার বাবা আর ফিরে আসবে না।’

তিনি বলেন, ‘শুধু এই মিলন নয়; তার মতো কয়েকশ’ মিলন আজ আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। শত শত মানুষ আজ গুম হয়ে গেছে, তাদের আজ খুঁজে পাওয়া যায় না। এই সভাকে কেন্দ্র করে গতকাল রাতে ৩০-৩৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সারাদেশে কয়েকশ’ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আর এই সরকারের গত কয়েক বছরে ৭৮ হাজার মামলা হয়েছে গণতন্ত্রের কর্মীদের বিরুদ্ধে। এসব মামলায় আমাদের ১১ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে দেখবেন, মানুষের মনে বেদনা, ক্রোধ। আজকে মা অস্থির হয়ে থাকেন, কখন না জানি তার ছেলেকে তুলে নেওয়া হয় –এই ভয়ে। একই ভয়ে অস্থির হয়ে থাকেন অনেকের স্ত্রী ও বোন। গত কয়েক বছর ধরেই এসব চলছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ এ কয়েক বছরে দেশকে ধ্বংস করে দিয়েছে। তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে। সর্বশেষ মানুষের যে আশ্রয়স্থল বিচার বিভাগ, তাও ধ্বংস করেছে।’

খালেদা জিয়ার কারাবরণের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘খালেদা জিয়া কেন কারাগারে, ২ কোটি টাকার দুর্নীতির অপরাধে? না বন্ধু, দুর্নীতি হয়নি। দুই কোটি টাকার জায়গায় এখন ছয় কোটি টাকা রয়েছে। তাকে একটি সাজানো মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। এর একটাই কারণ, আর তা হলো দেশনেত্রী যদি বাইরে থাকেন, তবে তিনি আবার জনগণের মাঝখানে চলে আসবেন। তাহলে তাদের মসনদ উড়ে যাবে। তারা ভয় পায়, জনগণকে ভয় পায়, জনগণের মতামতকে ভয় পায়।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তারা ভয় পায় বলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না। এজন্যই তারা এদেশের গণতন্ত্রকামী মানুষকে, তরুণ যুবকদের কারাগারে পুরছে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে যেটা সবচেয়ে বেশি প্রায়োজন, তা হলো দৃঢ় ঐক্য। ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। ১৯৭১ সালে যেমন দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল, বুকের রক্ত দিয়েছিল; ঠিক একইভাবে আজকে আবার গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, মির্জা আব্বাস, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাজাহান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, উত্তর জেলা বিএনপির সভাপতি গোলাম আকবর খন্দকার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রোজী কবির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক সাংসদ কামাল পাশাসহ অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

খন্দকার মোশারফ হোসেন বলেন, ‘আমরা এর আগে চট্টগ্রামে লালদীঘির মাঠে সমাবেশ করেছি। কিন্তু আজ আমাদের নেত্রীর মুক্তির দাবিতে আমাদের লালদীঘি মাঠে সমাবেশ করতে দেয় নাই। এই সমাবেশ যেন সফল না হয়, সেজন্য আপনাদের এতদিন সমাবেশের অনুমতি দেয় নাই। আবার কাল রাতে সমাবেশের অনুমতি দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতারে অভিযান চালিয়েছে পুলিশ।’

ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ‘১৯৭১ সালে আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম। আজ সেই স্বাধীনতা হুমকির সম্মুখীন। সেই স্বাধীনতা রক্ষা করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে হবে এবং দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে।’

এই বিএনপি নেতা আরও বলেন, ‘আমাদের সামনে তিনটা চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ হলো, আমাদের নেত্রী গণতন্ত্রের মা খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে। দ্বিতীয়, নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। তৃতীয়ত, আমাদের আন্দোলন করতে হবে।’

রোহিঙ্গা ইস্যু নিয়ে মওদুদ আহমেদ বলেন, ‘এই সরকার রোহিঙ্গা নিয়ে যে নীতি গ্রহণ করেছে সেটা ভুল নীতি। আমরা চাই, যেসব রোহিঙ্গা এদেশে এসেছেন, তাদের জাতিসংঘকে সম্পৃক্ত করে ফিরিয়ে দিতে হবে।’

তিনি বলেন, ‘আমরা ছোট বেলায় পড়েছি, বিপদে বন্ধুর পরিচয়। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের এই দুর্দিনে ভারত-চীন আমাদের পাশে এসে দাঁড়াইনি। চীন আমাদের বন্ধু দেশ, তারা আমাদের দেশে ব্যাপক বিনিয়োগ করছে, কিন্তু এই সরকারের ব্যর্থতার কারণে তারাও আমাদের পাশে এসে দাঁড়াইনি।’

মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগ হাজার হাজার মানুষ খুন করেছে। হাজার হাজার মানুষকে গুম করেছে। উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে। ক্ষমতা গেলে তাদের এসব অপকর্মের বিচার হবে। সেই ভয়ে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে চায় না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ বলে, তারা কোটি কোটি টাকার উন্নয়ন করেছে। কিন্তু তারা এটা বলে না, উন্নয়নের নামে তারা কত কোটি টাকা লুটপাট করেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির আন্দোলন ক্ষমতায় যাওয়ার নয়; দেশকে রক্ষার, স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষার, গণতন্ত্র রক্ষার।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল