X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ১৪:০৭আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৪:১১

কালীগঞ্জে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ঝিনাইদহের কালীগঞ্জের একটি ইটের সলিং রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ নির্মাণ কাজের মেয়াদ প্রায় এক বছর আগে শেষ হয়ে গেছে। কিন্তু, মেসার্স কাজী মাহাবুবুর রহমান নামের ঠিকাদারী প্রতিষ্ঠানটি সম্প্রতি রাস্তার কাজ শুরু করেছে।

এলাকাবাসীর অভিযোগ কোনও পরিত্যক্ত রাস্তা কিংবা বিল্ডিংয়ের বাদ দেওয়া ইট দিয়ে এবং নিম্নমানের বালি ব্যবহার করে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।

কালীগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদফতর সূত্রে জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের সুন্দরপুর বাজার হতে ডুমুর তলার ব্রিজ (বেলে খাল) সড়কের (১৩শ’ মিটার) প্রায় এক মাইল ইটের সলিং রাস্তা এবং তিনটি কালভার্ট নির্মাণসহ ৪৭ লাখ ৮৬ হাজার ৩শ’ টাকার কাজ পায় ঝিনাইদহের মেসার্স কাজী মাহাবুবুর রহমান নামের ঠিকাদারী প্রতিষ্ঠানটি। কার্যাদাশে ইটের সলিং রাস্তা নির্মাণ কাজটি গত ২০/০৮/২০১৬ তারিখ থেকে শুরু হয়ে ১৯/০৩/২০১৭ তারিখে শেষ হওয়ার কথা ছিল।

ডুমুরতলা গ্রামের আশিক ইকবাল, তৌহিদুল ইসলাম ও আনারুল ইসলাম জানান, ওই রাস্তার পুরাতন নষ্ট ইট দিয়েই রাস্তাটি পুনরায় নির্মাণ করছে। কাজের মান মোটেও ভালো নয়। এভাবে যদি রাস্তা করে তাহলে ওপর দিয়ে গাড়ি গেলে নিচের ইট ভেঙে যাবে। রাস্তাটিও বেশি দিন টিকবে না।

সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু জানান, অনিয়নের মাধ্যমে রাস্তা নির্মাণ হওয়ার খবরটি শুনে তিনি উপজেলা সমন্বয় সভায় বলেছেন। রাস্তাটি যাতে ইস্টিমেট অনুযায়ী করা হয়, তিনি সেখানে সে দাবি রেখেছেন।

কালীগঞ্জে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কাজটি দেখভাল করার দায়িত্বে নিয়োজিত কালীগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী দিলীপ কুমার জানান, রাস্তা নির্মাণ কাজ শেষ করার কার্যাদেশ প্রায় এক বছর আগেই শেষ হয়ে গেছে। কিন্তু এখনো রাস্তাটির নির্মাণ কাজ শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

নিম্নমানের ইট-বালি দিয়ে রাস্তাটি করা হচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে সহকারী প্রকৌশলী দিলীপ কুমার বলেন, ‘আমরা ইট, বালিসহ অন্যান্য বিষয় পরীক্ষা করে দেখবো। যদি ইস্টিমেট অনুযায়ী কাজ না হয়, তাহলে বিল আটকে দেবো।’

রাস্তা নির্মাণ কাজের ঠিকাদার সাঈদ আহম্মেদ বলেন, ‘বালি তো কুষ্টিয়ার। পাকশী থেকে ওই বালি আনা হচ্ছে। অনেক সুন্দর বালি। আমাদের বালি লাগে ০.৫ এমএম। কিন্তু যে বালি আমরা নিয়ে আসছি সেটা অনেক সুন্দর বালি।’

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। সেটা দেখার জন্য উপজেলা ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে। বেশ কয়েকটি রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে। সেগুলো দেখা হবে। এ রাস্তার বিষয়টিও আমি দেখবো।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি