X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দুর্নীতিবাজদের আর ক্ষমতায় আসতে দেবে না জনগণ: খাদ্যমন্ত্রী

কেরানীগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ১৪:৩১আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৪:৩১

কেরানীগঞ্জে খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘এদেশের জনগণ দুর্নীতিবাজদের আর রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেবে না। দুর্নীতি করলে, পাপ করলে,আগুন সন্ত্রাস করলে তাদের শাস্তি পেতেই হয়। খালেদা জিয়া দুর্নীতির কারণে এখন কারাগারে।’

শুক্রবার (১৬ মার্চ) সকাল ১১টায় কেরানীগঞ্জের রামেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি নতুন ভবনের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকারের উদ্দেশ্য হচ্ছে কেউ যেন নিরক্ষর না থাকে। বছরের প্রথম দিনেই সারাদেশে ৩৬ কোটি বই বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার আরেকবার দরকার। শেখ হাসিনা এখন সারা বিশ্বে নন্দিত নেত্রী। বিশ্বের পাঁচ জন সৎ রাষ্ট্রনায়কদের মধ্যে শেখ হাসিনার অবস্থান তিন নম্বরে।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনকে বানচাল ও প্রশ্নবিদ্ধ করতে একটি মহল ষড়যন্ত্র করছে। আমরা সবার অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন চাই। আগামীতে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে যেখানে ৩০টির মতো মিডিয়া আছে সেখানে ভোটবাক্স ছিনতাই করার কোনও সুযোগ থাকবে না। যারা নির্বাচনে সহায়ক সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলছেন, এটি সম্পূর্ণ অযৌক্তিক।

কেরানীগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘কেরানীগঞ্জের প্রত্যেকটি স্কুলে ল্যাপটপ ও ইন্টারনেটের সুবিধা দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন স্কুল, কলেজের ব্যাপক উন্নয়ন করেছি। প্রত্যেকটি ইউনিয়ন তথ্য কেন্দ্রে ও স্বাস্থ্য কেন্দ্রে আপনারা এখন পর্যাপ্ত সেবা পাচ্ছেন। স্বপ্নের পদ্মা সেতু নির্মিত হচ্ছে। সেতুটির নির্মাণকাজ শেষ হলে কেরানীগঞ্জের আমূল পরিবর্তন হবে।’

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান আলী, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মোহাম্মদ যুবায়ের, আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম, লায়ন ইউছুফ প্রমুখ।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা