X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
রাঙামাটি জেনারেল হাসপাতাল

এক শয্যায় দুই রোগী, মেঝেতে চলে শিশুদের চিকিৎসা

জিয়াউল হক, রাঙামাটি
১৬ মার্চ ২০১৮, ১৮:২২আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১২:৫৯

রাঙামাটি জেনারেল হাসপাতাল (ছবি- প্রতিনিধি)

রাঙামাটি জেনারেল হাসপাতাল। জেলার ১০ উপজেলার মানুষের একমাত্র সেবাকেন্দ্র। অথচ দীর্ঘদিন ধরে এ হাসপাতালের পুরুষ ওয়ার্ডে নারীদের এবং কিছু ছোট কক্ষে শিশু ও বয়স্কদের সেবা দেওয়া হচ্ছে। পুরুষ ওয়ার্ডে শয্যা থাকলেও ছোট কক্ষগুলোতে কোনও শয্যা নেই। রোগীর সংখ্যা বেশি হলে পুরুষ ওয়ার্ডে এক শয্যায় দুই রোগীকে থাকতে হয়। আর ছোট কক্ষগুলোতে শয্যা না থাকায় মেঝেতেই চলে শিশুদের সেবা কার্যক্রম। পুরুষ ওয়ার্ড হওয়ায় প্রায়ই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় নারীদের। আর মেঝেতে রেখে চিকিৎসা দেওয়ায় ঠাণ্ডায় দুর্ভোগ পোহাতে হয় শিশু ও বয়স্কদের।

এক বছর আগে রাঙামাটি জেনারেল হাসপাতালের আরসিসি পিলারে ফাটল দেখা দেয়। এতে মহিলা ও শিশু ওয়ার্ড পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর থেকে ওই হাসপাতালের ৫০ শয্যার পুরুষ ওয়ার্ড ও আরও কিছু ছোট ছোট কক্ষে নারী ও শিশু রোগীদের সেবা দেওয়া শুরু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, পাহাড়ের মানুষকে সেবা দিতে ১৯০৪ সালে রাঙামাটি সদর হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। এরপর ১৯৮০ সালে এ হাসপাতালকে রাঙামাটি জেনারেল হাসপাতাল নামে ১০০ শয্যায় উন্নীত করা হয়। জেলায় কোনও প্রাইভেট ক্লিনিক না থাকায় এটিই ১০ উপজেলার মানুষের একমাত্র চিকিৎসাসেবা কেন্দ্র।

ছোট কক্ষে থাকা কয়েকজন রোগীর স্বজন জানান, মেঝে থেকে ঠাণ্ডা উঠে। এতে শিশু ও বয়স্কদের দুর্ভোগ পোহাতে হয়। অনেকদিন হলো মহিলা ও শিশু ওয়ার্ড পরিত্যক্ত হয়ে পড়ে আছে। যদি ওয়ার্ড দু’টি ঠিক করা হতো, তাহলে রোগীদের কষ্ট পেতে হতো না।

পুরুষ ওয়ার্ডে নারী রোগীরা (ছবি- প্রতিনিধি)

চিকিৎসা নিতে আসা সুমন্ত চাকমা নামের একজন বলেন, ‘আমার বাচ্চা হঠাৎ অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করি। হাসপাতালের ছোট এক কক্ষে সেবা নিতে হচ্ছে, তাও আবার মেঝেতে। এক রুমে মহিলা, শিশু ও পুরুষকে একসাথে সেবা দিচ্ছে।’

মো. মজিবুর অভিযোগ করেন, ‘মহিলাদের জন্য আলাদা কোনও টয়লেট নেই, এটি আরও এক অসুবিধা। এভাবে আর কোথাও পুরুষ ও মহিলাকে একসঙ্গে চিকিৎসা দেওয়া হয় কিনা, জানা নাই। দ্রুত মহিলা ও শিশু ওয়ার্ডটি চালু হবে, বলা হচ্ছে।’

এ হাসপাতালের দুরাবস্থার জন্য কর্তৃপক্ষের দায়সারা মনোভাবকেই দায়ী করছেন অনেকেই। তাদের অভিমত, কর্তৃপক্ষ চাইলে এ সমস্যা দ্রুত সমাধান করতে পারে।

এ ব্যাপারে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক প্রতিনিধি ডা. শওকত আকবর বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা মহিলা ওয়ার্ড বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো।’

রাঙামাটির সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার বলেন, ‘দ্রুতই মহিলা ও শিশু ওয়ার্ড ঠিক করা হবে। সম্প্রতি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বুয়েট থেকে একটি টিম এসেছিল। তারা একটি প্রতিবেদনও দিয়েছে বলে শুনেছি। সেই প্রতিবেদন অনুযায়ী জেলা পরিষদ মহিলা ও শিশু ওয়ার্ড ঠিক করে ব্যবহারের অনুমতি দিলেই আমরা তা ব্যবহার করতে পারবো।’

স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা রাঙামাটির জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর বলেন, ‘বুয়েট থেকে যেভাবে বলা আছে, সেভাবে দ্রুততম সময়ের মধ্যে ওয়ার্ডটি প্রস্তুত করে চিকিৎসা কার্যক্রম শুরুর অনুমতি দেবো।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী