X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বোরো আবাদ

রাজিব বসু, পটুয়াখালী
১৬ মার্চ ২০১৮, ১৯:০৮আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৯:২১

বোরো আবাদ (ছবি- প্রতিনিধি)

চলতি বছর পটুয়াখালীতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক হাজার ৪শ’ ৬০ হেক্টর জমিতে। সেখানে ইতোমধ্যে আবাদ হয়েছে ১০ হাজার ৮শ’ ২ হেক্টর জমিতে। আশা করা হচ্ছে, এবার ১১ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, গত দুই-তিন বছর ধরে বোরো আবাদ করে ভালো ফলন পেয়েছেন পটুয়াখালীর কৃষকেরা। তাই এবারও তারা বোরো আবাদ করছেন। এছাড়া, গত বছরের শেষদিকের অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়া ডাল ও তরমুজ চাষিরা এবার বোরো চাষ করছেন। তাই এবার বোরোর আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে।

চাষিদের ভাষ্য, চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন হবে। ভালো দাম পাওয়া যাবে বলেও তারা এখনই আশা করছেন।

জেলার বেশ কিছু এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কোথাও জমিতে সেচ দেওয়া হচ্ছে, কোথাও আগাছা নিধন চলছে, কোথাও বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপণ করা হচ্ছে, আবার কিছু এলাকায় এখনও বীজতলা তৈরি চলছে।

কৃষক মো. সাইফুল জানান, গত বছরে শেষদিকে বৃষ্টি হওয়ায় তার মুগ ডালের ক্ষেত্রের অনেক ক্ষতি হয়েছে। তাই এবার বোরো আবাদ করেছেন তিনি। তার মতে, এবার আবহাওয়া খুব ভালো। দুর্যোগ না হলে এ বছর বোরো ধানের ফলন খুবই ভাল হবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত জানান, গত ২০১৬-১৭ মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক হাজার ৬শ’ ১৭ হেক্টর। উৎপাদিত হয়েছিল ৪ হাজার ৭শ’ ৮২ মেট্রিক টন চাল। এবার এক হাজার ৪শ’ ৬০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ১০ হাজার ৮শ’ ২ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।

এবার আবহাওয়া ভালো হওয়ায় সহজেই উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলেও আশাবাদী তিনি।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী