X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ থাকবে: সিইসি

রাজশাহী প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ২০:১৪আপডেট : ১৬ মার্চ ২০১৮, ২০:২৩

কথা বলছেন কে এম নূরুল হুদা (ছবি- প্রতিনিধি)

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সব দল অংশগ্রহণ করবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনও দলই বলেনি যে, তারা নির্বাচনে অংশ নেবে না। তাই বলাই যায়, নির্বাচনে বিএনপিসহ সব দল থাকবে। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেজন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।’

শুক্রবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১১টায় রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কেএম নূরুল হুদা বলেন, ‘নির্বাচন নিয়ে কোনও বিতর্কের সুযোগই থাকবে না; এ ব্যাপারে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। কেউ চাইলেও আগামী নির্বাচনকে বিতর্কিত করতে পারবে না।’ সব দলের অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন দেশবাসীকে উপহার দেওয়া কমিশনের লক্ষ্য বলেও জানান তিনি।

স্মার্টকার্ড বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘স্মার্টকার্ড সুন্দরভাবে ছাপানো হচ্ছে। এ কাজে অনিয়ম করায় ইতোমধ্যে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব নাগরিকের হাতে তা তুলে দেওয়া হবে।’

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার সাদাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে রাজশাহী জেলার পুলিশ মো. শহীদুল্লাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান, দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার সমর কুমার পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি নেতা বললেন ‘রিজভী ভাই আমাকে ফোন করেছিলেন’
প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি নেতা বললেন ‘রিজভী ভাই আমাকে ফোন করেছিলেন’
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী