X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হাসানাত আব্দুল্লাহকে সোনার নৌকা দিয়ে সংবর্ধনা

বরিশাল প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ২২:১৪আপডেট : ১৬ মার্চ ২০১৮, ২২:২৪

সোনার নৌকা-সংবলিত ক্রেস্ট দিয়ে সংবর্ধনা (ছবি- প্রতিনিধি)

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পাওয়ায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আব্দুল্লাহকে তিন লাখ টাকা মূল্যের সোনার নৌকা-সংবলিত ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানিয়েছেন বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৬ মার্চ) বিকাল ৫টার দিকে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা জানানো হয়।

শুক্রবার দুপুরে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হন হাসানাত আব্দুল্লাহ। এর আগেই সেখানে ব্যানার-ফেস্টুন নিয়ে হাজার হাজার নেতাকর্মী এসে জড়ো হন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে মানুষ হত্যা করেছে, দুর্নীতি করেছে। তাদের সময়ে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়েছিল।। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরাও নির্যাতিত হয়েছিলেন। সে সময় গৌরনদী-আগৈলঝাড়া থেকে আওয়ামী লীগের ৫০ হাজার নেতাকর্মী এলাকা ছেড়ে পাশের কোটালীপাড়ার রামশীলে আশ্রয় নিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকার সময়ে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী এসএম কিবরিয়া গুলিবিদ্ধ হন। ওই সময় তাকে চিকিৎসার জন্য ঢাকা আনার জন্য সরকারি হেলিকপ্টার চাওয়া হয়, কিন্তু পাওয়া যায়নি। অথচ জঙ্গি বাংলা ভাই অসুস্থ হলে তাকে সরকারি হেলিকপ্টারে ঢাকায় আনে বিএনপি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মুর্তুজা খান, পৌর মেয়র মো. হারিছুর রহমান, আগৈলঝাড়া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রইচ সেরনিয়াবাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া প্রমুখ।

গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর হোসেন, জেলা কমিটির সদস্য সেরনিয়াবাদ আশিক আব্দুল্লাহ্।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!