X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দুই শিশুকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা!

মানিকগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০১৮, ১৮:০০আপডেট : ১৮ মার্চ ২০১৮, ০১:৩১

মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় দাম্পত্য কলহের জেরে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে রিনা আক্তার (২৭) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার রামাকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত দুই শিশুকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

রিনা আক্তার রামাকান্তপুর গ্রামের আবদুল আজিজের স্ত্রী। দুই শিশুর নাম আফরিন আক্তার (৫) ও আবদুল মামিন (৩)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, প্রায় আট বছর আগে রামাকান্তপুর গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে আজিজের সঙ্গে সিঙ্গাইরের জয়মন্টপ ইউনিয়নের চর ভাকুম গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে রিনার বিয়ে হয়। প্রায় ১২ বছর ধরে আজিজ সৌদি আরব থাকেন। বিয়ের পর প্রথম তিন বছর আজিজ ও রিনার সংসার ভালোই চলে। তবে এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। রিনাকে মানসিকভাবে নির্যাতন করতেন আজিজ। আজিজের বাবা-মাও রিনাকে মানসিকভাবে নির্যাতন করতেন।

পুলিশ আরও জানায়, দাম্পত্য কলহের জেরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই শিশুকে বিষ খাওয়ান রিনা। পরে  রিনাও বিষপান করেন। এরপর রিনা ও তার দুই সন্তানকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রিনাকে মৃত ঘোষণা করেন। শিশুদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সোহওয়ার্দী হাসপাতালে দুই শিশুকে ভর্তি করা হয়।

রিনার চাচা মিজানুর রহমান জানান, আজিজ সৌদি থাকলেও মোবাইল ফোনে রিনার সঙ্গে দুর্ব্যবহার করতেন। শ্বশুর-শাশুড়িও রিনাকে মানসিক নির্যাতন করতেন।

রিনার শ্বশুর আবু বকর সিদ্দিক বলেন, ‘আমি বাড়ির বাইরে আছি। ছেলের সঙ্গে বউয়ের কী হইছে, তা তো জানি না।’ রিনাকে মানসিক নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন তিনি।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হাসান বলেন, ‘ময়নাতদন্তের জন্য রিনা আক্তারের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…